• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইলাতুল কদর মানবজাতির অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনি শবে কদর রজনিতে দেশ ও মুসলিম জাহানের কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর সেবা দিলে ভবিষ্যতে ভোট নিয়ে চিন্তা থাকবে না জনপ্রতিনিধিদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভোটের চিন্তা থাকবে না দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রেসিডেন্টকে শেখ হাসিনার চিঠি রূপপুরে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আহ্বান রূপকল্প বাস্তবায়নে অটিজমের শিকার ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে

মহাকাশে দুই চাঁদের নাচানাচি!

বরগুনার আলো

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯  

মহাকাশে নাচছে চাঁদ! তাও একটা নয়, দুই দুটি। এমনই অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে আমাদের সৌরমণ্ডলেই। সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ নেপচুনের আকাশে। নৃত্যরত চাঁদ দুটির একটির নাম 'নাইয়াদ', অন্যটি 'থালাসা'।

'ইকারাস' নামের আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল-এর ১৩ নভেম্বর সংখ্যায় প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে 'বরফের রাজ্য' নেপচুনে চাঁদের এমন নাচানাচির খবর দিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

সৌরজগতের অষ্টম গ্রহ হিসেবে খ্যাত নেপচুনে এখন পর্যন্ত ১৪টি চাঁদ আবিষ্কৃত হয়েছে। যার মধ্যে ৭টির অবস্থান খুবই কাছাকাছি। এই ৭টির মধ্যে সবচেয়ে সন্নিকটে অবস্থান করছে নাইয়াদ আর থালাসার।
 
যারা নেপচুনকে একবার করে প্রদক্ষিণ করতে সময় নেয় যথাক্রমে ৭ ঘন্টা এবং সাড়ে ৭ ঘন্টা। নিজেদের কক্ষপথে নেপচুনকে প্রদক্ষিণের সময় নাইয়াদ আর থালাসার মধ্যে দূরত্ব থাকে গড়ে প্রায় এক হাজার ৮০০ কিলোমিটার।

গবেষণাপত্রে বিজ্ঞানীরা ধারণা করেন, নেপচুনের সবচেয়ে বড় চাঁদ 'ট্রাইটন'-এর জন্মের সময়েই ওই ছোট চাঁদ দুটির জন্ম হয়েছিল। তারা জানান, থালাসার উপরিতল থেকে দেখলে মনে হবে- নাইয়াদ তাকে উপর ও নিচ দিয়ে দিনে দু'বার করে ঘুর খাচ্ছে।

বিশেষজ্ঞরা জানান, এই দুটি চাঁদের মধ্যে দূরত্ব খুব কম হওয়ায় নিজেদের মধ্যে সংঘর্ষ এড়াতে তারা এভাবে ঘুরছে। নেপচুনের নিজস্ব অভিকর্ষ বলের প্রভাবেই এমনটা হচ্ছে বলেই মনে করছেন তারা।

বরগুনার আলো