• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

যশোর আইটি পার্ক এখন রিসোর্ট

বরগুনার আলো

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ককে রিসোর্টে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। রাজস্ব বাড়াতে পার্ক কর্তৃপক্ষ এরমধ্যে তৃতীয় পক্ষকে সাবলিজ দিয়েছে। তবে বিষয়টি নেতিবাচকভাবে দেখছেন আইটি খাতের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও পার্ক স্থাপনের নেপথ্যের কারিগররা।

সাবলিজ পাওয়া প্রতিষ্ঠানটি পার্ক চত্বরে উদ্বোধন করা হয়েছে। তারা জানান, এখানে তিন তারকা মানের হোটেল ও ক্যাফেটেরিয়া করা হবে। আর পার্কের অভ্যন্তরের লেকটিকেও রিসোর্টের উপযোগী করে গড়ে তোলা হবে।

সাবলিজ পাওয়া খান প্রোপার্টিজের চেয়ারম্যান মাসুদুর খান বলেন, আমরা ১০ বছরের জন‌্য চুক্তিবদ্ধ হয়েছি। আইটি পার্কের হোটেলকে ঘিরে রিসোর্টের সেবা দিতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। আজ ওপেন হাউজ হল। পহেলা ফেব্রুয়ারি থেকে পুরোপুরি অপারেশনে যাবো আমরা।

ব্যবস্থাপনা কোম্পানি তৃতীয় পক্ষকে সাবলিজ দিতে পারে কিনা জানতে চাইলে বাংলাদেশ হাইটেক পার্ক অথোরোটির ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন, চুক্তিতে তাদের সে অধিকার দেওয়া হয়েছে। তাছাড়া শুরুতে পরিকল্পনা ছিল বিদেশি বিনিয়োগকারীরা আসবে, পাশাপাশি স্থানীয় বিনিয়োগকারীরা এ পার্কে ব্যবসা করবেন।

পার্কটি দেশি-বিদেশি বিনিয়োগকারী, তথ্যপ্রযুক্তি খাতের মানুষের পদচারণায় মুখরিত থাকবে। কিন্তু গত পাঁচ বছরে তা হয়নি। যশোরের মতো জায়গায় সরকার আন্তর্জাতিক মানের চমৎকার হোটেল ও ক্যাফেটেরিয়া নির্মাণ করেছে। এটা ব্যবহার উপযোগী হওয়া উচিত। এটা আপডেট করে আমরা যদি সুন্দরভাবে চালাতে পারি তাহলে তা সরকারের জন্যই ভালো। এতে আমাদের রাজস্ব আয় বাড়বে।

তিনি আরো বলেন, এত সুন্দর একটা স্থাপনা। সেখানে লোকজন কম গেলে রেভিনিউ কম আদায় হয়। রেভিনিউ কম হলে তার উপর নজর কম থাকে। ফলে এটাকে রিভার্স করা হচ্ছে। প্রচুর মানুষ আসবে। রাজস্ব আদায় বাড়বে। দেখতেও সুন্দর লাগবে। আমাদের ইনভেস্টরাও কম ভাড়ায় থাকতে পারবে।

তিনি বলেন, যেটা হচ্ছে ভালোই হচ্ছে। আমরা চাই- এ পার্কটিকে ঘিরে চমৎকার একটি রিসোর্ট হোক। পাশে যে লোকটি আছে সেখানে সৌন্দর্য বৃদ্ধি করা হবে, স্পিড বোর্ড নামানো হবে। নয়নাভিরাম করে গড়ে তোলা হবে। এতে তো সমস্যা হওয়ার কথা না। আপনাদের তো খুশি হওয়ার কথা। এখানে একসঙ্গে দুটোই হবে। উদ্যোক্তারা ব্যবসা করবেন এবং বিনোদন পিপাসুরা এখানে এসে খুশি হবেন।

বরগুনার আলো