• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

গোবরের তৈরি জ্বালানিতে বাড়তি আয়

বরগুনার আলো

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

গোবরের ঘুটে বা শলা বানিয়ে জ্বালানির সংকট মেটাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নারীরা। পাশাপাশি ঘুটে বিক্রি করে বাড়তি আয় করছেন তারা। গ্রামাঞ্চলের বেশিরভাগ পরিবারেই কম বেশী গরু লালন পালন করছেন। আবার কেউ কেউ বাণিজ্যিক ভাবে খামার গড়ে তুলেছেন। সংগ্রহকৃত গরুর গোবর দিয়েই এসব জ্বালানি তৈরি করেন নারীরা। এতে কোনো খরচ নেই। তারা সাশ্রয়ী জ্বালানী ব্যবহার করতে গরু-মহিষের গোবর দিয়ে জ্বালানি তৈরি করে নিজেদের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামাঞ্চলের অনেক অসচ্ছল পরিবারের নারীরা নিজ বাড়িসহ অন্যের বাড়ি, রাস্তার পাশ, মাঠঘাট থেকে গরু-মহিষের গোবর সংগ্রহ করে প্রতিদিন জ্বালানি তৈরি করছেন। এরমধ্যে কেউ কেউ বাঁশের লাকড়ির সঙ্গে ধানের গুঁড়া মিশিয়ে লম্বা আকৃতির জ্বালানি কাঠি তৈরি করছেন। কেউবা শুধু গোবর দিয়ে হাতের মুঠোর মাধ্যমে গোলাকৃতির জ্বালানি তৈরি করছেন। এরপর রোদে শুকিয়ে ব্যবহারের উপযোগী করে নিজেদের চাহিদা মিটিয়ে এলাকার বিভিন্ন নিম্নআয়ের লোকজন ও চায়ের দোকানে আবার বিক্রি করছেন। প্রতি বস্তা শুকেনো গোবরের জ্বালানি দুইশ থেকে আড়াইশ’ টাকা দরে বিক্রি করছেন। এতে অনেক গৃহবধূ প্রতিমাসে গড়ে দেড় হাজার থেকে ২ হাজার টাকার ওপর বাড়তি আয় করছেন।

গৃহিণী মর্জিনা বেগম জানান, তার স্বামী একজন অটোরিকশা চালক। পরিবারে ১ ছেলে ২ মেয়েসহ ৬ জন সদস্য রয়েছে। স্বামীর আয়ে সংসার চালাতে তাদের খুবই কষ্ট হয়। গত ১ বছর ধরে আশপাশের বাড়ি থেকে গরুর গোবর সংগ্রহ করে জ্বালানি তৈরি করছেন। একদিকে নিজে ব্যবহার করছেন অন্যদিকে অবশিষ্টগুলো বিক্রি করে প্রতিমাসে দেড় হাজার থেকে সাড়ে ২ হাজার টাকা আয় করছেন। এই টাকা দিয়ে নিজসহ ছেলে-মেয়েদের খরচের জোগান দিচ্ছেন।

গৃহবধূ পারুল আক্তার জানান, নিজের একটি গরু রয়েছে। তাছাড়া অন্যবাড়ি থেকে গোবর সংগ্রহ করছেন। তারপর গোবর দিয়ে জ্বলানি তৈরি করছেন। রোদে শুকানোর পর নিজেদের চাহিদা মিটিয়ে বাকীগুলো বিক্রি করছেন। এতে প্রতি মাসে ৩ হাজার টাকার ওপর আয় করছেন তিনি।  

রাজিয়া খাতুন জানান, তার বাড়ি সংলগ্ন একটি খামার রয়েছে। ওই খামার থেকে প্রতিদিন গোবর সংগ্রহ করে জ্বালানি তৈরি করছেন। এ কাজে সহযোগিতা করছেন তার এক মেয়ে। গোবরের লাকড়ি দিয়ে মাটির চুলাতে রান্না করতে অনেক ভালো লাগে। এখন গোবরের জ্বালানি তার ভরসা। গত মাসে ২ হাজার টাকার গোবরের জ্বালানি বিক্রি করছেন তিনি।

আঙ্গুরা বেগম জানান, সামান্য আয়ের সংসার তাদের। গ্যাস বা কাঠের লাকড়ি কেনার সামর্থ্য নেই। তাই গরুর গোবর সংগ্রহ করে পাটকাঠি দিয়ে শলা তৈরি করছি। নিজেদের চাহিদা মিটিয়ে অবশিষ্ট সেই শলা বিক্রি করে সংসারে বাড়তি আয় করছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম জানান, গরু-মহিষের গোবর দিয়ে জ্বালানি তৈরি করা খুবই সহজ। এটি এক প্রকার পরিবেশ বান্ধব। উপকরণ হিসেবে প্রয়োজন গরু বা মহিষের গোবর, ধানের তুষ (কুড়া)। তবে এসব জ্বালানি দিয়ে আগুন ভালো জ্বলে। খাবারেও বাড়তি স্বাদ মেলে। জ্বালানি শেষে এ থেকে বের হওয়া ছাই ফসলের জমিতে ব্যবহার করা হয়। এটি একইসঙ্গে উৎকৃষ্ট সার ও পোকা দমনেও ভূমিকা রাখে। গ্রামীণ অনেক বধুরা গোবর দিয়ে তৈরি জ্বালানি ব্যবহার করছেন।

বরগুনার আলো