• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের গতিশীলতায় জলবায়ুর প্রভাব: ৫ পরামর্শ প্রধানমন্ত্রীর মোহাম্মদ হানিফ তাঁর কর্মের মাধ্যমে জনগণের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন : রাষ্ট্রপতি

অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নেই : মায়া

বরগুনার আলো

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩  

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই তার দলের কেউ অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যারা বানচালের চেষ্টা করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।

তিনি বলেন, জ্বালাও পোড়াও আর জঙ্গিবাদের দোসরদের এ দেশের মানুষ আর দেখতে চায় না। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই। দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্টের জন্য তারা যতই চেষ্টা করুক, কখনও সফল হবে না। আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই। তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, তারা দেশ ও জাতির শত্রু।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাহাদুরপুরে নিহত যুবলীগ নেতা বাবুর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, সবাই প্রস্তুত থাকুন, নৌকা নিয়ে আসব ইন শা আল্লাহ। সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে। নৌকার বিজয় হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন। এতে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।

তিনি বলেন, বাবুকে যারা হত্যা করেছে। তারা যতই শক্তিশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। একজন নিরীহ সহজ সরল প্রকৃতির লোক, যুব লীগ নেতা মোবারক হোসেন বাবুকে সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করেছে। তার স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে কে? যারা সন্ত্রাসী কার্যকলাপ করে এখনও ঘুরে বেড়ায়, তাদের হুশিয়ার করে দেই, অন্যায় করে কেউ পার পাবে না।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ আহসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য বাবু রাধেশ্যাম চান্দু, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন, নিহত মোবারক হোসেন বাবুর ভাই যুবলীগ নেতা আমির হোসেন কালু প্রমুখ।

উল্লেখ্য, গত ১৭ জুন স্থানীয় যুবলীগ কর্মী মোবারক হোসেন বাবু প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

বরগুনার আলো