• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দীর্ঘদিন ত্রুটিপূর্ণ ইঞ্জিনেই চলছিল লঞ্চটি, জানলেও নেয়নি ব্যবস্থা

বরগুনার আলো

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১  

দীর্ঘদিন ধরে ত্রুটিপূর্ণ ইঞ্জিনেই চলতো লঞ্চ এমভি অভিযান-১০। সবশেষ ঝালকাঠিতে সুগন্ধা নদীর অগ্নিকাণ্ড ঘটে লঞ্চটিতে। পুড়েছে অসংখ্য প্রাণ। নিখোঁজ হয়েছেন আরও অনেকে। এমন মর্মান্তিক ঘটনার দায়ভার নেবে কে? প্রশ্ন এখন জনমনে। অগ্নিকাণ্ডের চারমাস আগেও বেপরোয়া গতি নিয়ে চলায় দুর্ঘটনার সম্মুখীন হয় লঞ্চটি। সেসময়ে যাত্রীরা বারবার অভিযোগ করলেও আমলে নেননি বরগুনার বিআইডব্লিউটিএ’র নৌবন্দর কর্মকর্তারা ।

ইঞ্জিনের ত্রুটি নিয়েই দিব্যি চলাচল করতো লঞ্চটি। জেনেশুনে কর্মকর্তারা ছিলেন নীরব। যার ফলস্বরূপ, এতো প্রাণহানি। ত্রুটির কথা খোদ স্বীকার করেন বন্দর কর্মকর্তা মামুনের। এজন্য তিনি দায়ী করেন, নৌপরিবহন অধিদপ্তরকে। দাবি তোলেন, কর্তৃপক্ষ সার্ভে দেওয়ায় লঞ্চটি চলাচল করার অনুমতি পায়।

বরগুনা বিআইডব্লিউটি এর বন্দর কর্মকর্তা মামুন অর-রশিদ বলেন, ‘অনেক আগে থেকেই এই লঞ্চটার ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। নৌপরিবহন অধিদপ্তর বিষয়টি জানত। এই লঞ্চটি ত্রুটিপূর্ণ থাকলে কেন তারা সার্ভে দিল? সার্ভে দেওয়ার কারণেই লঞ্চটি রুট পারমিট পেয়েছে।’

একেতো যান্ত্রিক ত্রুটি তার ওপর বেপরোয়া গতিতে চলতো অভিযান-১০। এতে অগ্নিকাণ্ডের প্রায় চার মাস আগেও দুর্ঘটনায় পড়ে লঞ্চটি। গত ১২ আগস্ট বেপরোয়া গতির কারণে বিষখালী নদীর চরে কাত হয়ে যাওয়ার উপক্রম হয় লঞ্চটির। সেসময়েও টনক নড়েনি কর্তৃপক্ষের। এজন্য কর্তৃপক্ষের অবহেলা আর গাফিলতিকেই দুষছেন সচেতন নাগরিক মহল ও স্থানীয়রা।

বরগুনা সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান বলেন, লঞ্চটি দুর্ঘটনার দিন স্বাভাবিক গতিতে চলে নাই, অনেক দ্রুত গতিতে চলছে এবং লঞ্চটি কাঁপছে। আর এর আগে লঞ্চটি একবার দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। সেসময় যদি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করত তাহলে হয়তো আমাদের এই লাশের বোঝা বয়ে বেড়াতে হতো না।

তবে, লঞ্চ দুর্ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য (বরগুনা-১) অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তিনি বলেন, অবহেলা এবং তাদের গাফিলতি এবং তাদের ব্যর্থতার কারণে ঘটনাটি ঘটে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এমভি অভিযান-১০ এ আগুনে এখন পর্যন্ত বরগুনার ৩৮ জন মারা গেছেন।

বরগুনার আলো