• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা সেনানিবাসে নবপ্রতিষ্ঠিত ৪ ইউনিটের পতাকা উত্তোলন

বরগুনার আলো

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২  

বরিশালে শেখ হাসিনা সেনানিবাসে ৭ পদাতিক ডিভিশনের অধিনে ৪টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে নবপ্রতিষ্ঠিত এই ৪ ইউনিটের প্রাতিষ্ঠানিক স্বীকৃতিসরূপ পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় শেখ হাসিনা সেনানিবাসে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ।

নবগঠিত ইউনিটগুলো হলো ৫২ স্বতন্ত্র এমএলআরএস ব্যাটারী আর্টিলারি, ৩৫ বীর, ১৬৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি এবং ৮৫ ফিল্ড অ্যাম্বুল্যান্স।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, “পবিত্র সংবিধান এবং দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনীর সবাইকে ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ এবং বহিরাগত যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে।”

সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে নবপ্রতিষ্ঠিত এই ৪ ইউনিটের প্রাতিষ্ঠানিক স্বীকৃতিসরূপ পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী ফোর্সেস গোল ২০৩০ প্রনয়ণ ও বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে বরিশালে ৭ পদাতিক ডিভিশনের অধিনে ৪ ইউনিটের পতাকা উত্তোলিত হলো।

অনুষ্ঠানে প্যারেড কমান্ডার মেজর মোঃ রেজোয়ানুল হাফিজ চন্দনের নেতৃত্বে প্যারেড দলের প্রদানকৃত সালাম গ্রহণ করেন সেনাপ্রধান।

এসময় ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার এবং উচ্চ পদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি বরিশাল-পটুয়াখালীর মধ্যবর্তী পায়রা নদীর তীরে বরিশাল শেখ হাসিনা সেনানিবাস প্রতিষ্ঠিত হয়।

বরগুনার আলো