• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

বরিশাল বিভাগের ২১ আসনে মনোনয়ন প্রত্যাশী ৭৫ নেতার আওয়ামী লীগের ফরম

বরগুনার আলো

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে বরিশাল বিভাগের ৭৫ জন নেতা ফরম সংগ্রহ করেছে। শনিবার প্রথমদিনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোয়ন বোর্ডের এক সদস্য জানান, শনিবার সকাল ১০ টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। বিকেল ৫ টা পর্যন্ত বিক্রি চলে। এতে ৭৫ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।

বরিশাল বিভাগে ২১ সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে বরিশালে ছয়টি, ভোলায় চারটি, পটুয়াখালীতে চারটি, বরগুনায় তিনটি, পিরোজপুরে তিনটি ও ঝালকাঠিতে দুটি করে আসন।

এ্যাড. বলরাম পোদ্দার জানান, প্রথম দিনের প্রথম ফরমটি সংগহ করেছেন ভোলা-১ আসনের জন্য মো. হেমায়েত উদ্দিন। সর্বশেষটি সংগ্রহ করেছে বরিশাল-২ আসনের জন্য আব্দুর রাজ্জাক।

বিভাগের মধ্যে মর্যাদাপূর্ন বরিশাল-৫ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন চারজন। তারা হলেন, মুজিব নগর সরকারের তৎকালীন এসপি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম (এসপি মাহবুব), বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মো. মশিউর রহমান খান, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ আরিফ হোসেন (আরিফিন মোল্লা) এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. মোর্শেদা বেগম।

বরিশাল বিভাগের ২১ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা অন্যান্য মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহকারীরা হলেন বরিশাল-২ আসনে আবুল হাকিম সন্যামত, হাবিবুর রহমান খান, সৈয়দা রুবিনা মীরা, মনিরুল ইসলাম।

বরিশাল-৩ আসনে ড. মোহাম্মদ আমিনুল হক কবির, মো. শাফায়েত হোসেন, মিজানুর রহমান ও আতিকুর রহমান।

বরিশাল-৪ আসনে হেমায়েতউদ্দিন খান, আফজালুল করিম, বরিশাল-৬ থেকে খান আলতাফ হোসেন ভুলু।

ভোলা-১ ফজলুল কাদের মনজু, ভোলা-২ মো. আব্দুল কাদের খান, মো. মাকসুদ আলম, আশিকুর রহমান, ভোলা-৩ মো. ফখরুল আলম, একেএম হেদায়েতুল ইসলাম, হেদায়েতুল ইসলাম মিন্টু মিয়া, এমএ কাশেম, নুরন্নবী চৌধুরী শাওন, আবু নোমান হাওলাদার, মো. জসিমউদ্দিন, মোশারেফ হোসেন দুলাল, মো. হোসেন হাওলাদার, ভোলা-৪ মোস্তাফিজুর রহমান, মেজবাহউদ্দিন, জাহাঙ্গীর আলম, আকম জামালউদ্দিন, আবু শাকের মোহাম্মদ তানিন, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

পটুয়াখালী-২ আসনে আব্দুল মোতালেব হাওলাদার, খন্দকার শামসুল হক, পটুয়াখালী-৩ আসনে ইকবাল মাহমুদ, সন্তোষ কুমার দে, মু. ফখরুল ইসলাম, এসএম ফজলুল হক, মো. ফোরকান মিয়া, হিরন আহম্মেদ, আবুল হোসেন, পটুয়াখালী-৪ আসনে সৈয়দ নাসিরউদ্দিন, এসএম রাকিবুল আহসান, মহিবুর রহমান, শহিদুল্লাহ ওসমানী, জুনায়েদ মোহাম্মদ হাসিব, হাবিবুর রহমান, মাহবুবুর রহমান, আব্দুল্লাহ আল ইসলাম লিটন , ফাতেমা আক্তার।

পিরোজপুর-১ ইসাহাক আলী খান পান্না, শম রেজাউল করিম, রোজিনা নাছরিন, পিরোজপুর-২ আসনে মহিউদ্দিন মহারাজ, সাজ্জাদ সাকিব বাদশা, কানাই লাল বিশ্বাস, মো. জাহিদুল হক, ইসাহাক আলী খান পান্না, মোহাম্মদ কবির হোসেন হাওলাদার, পিরোজপুর-৩ মহিউদ্দিন মহারাজ, মোসা. নাসরিন।

ঝালকাঠি-১ বজলুল হক হারুন, মোহাম্মদ ইসমাইল, মনিরুজ্জামান, ঝালকাঠি-২ মো. মিল্লাত হোসেন।

বরগুনা-১ আসনে এসএম মশিউর রহমান, রফিকুল ইসলাম, মো. খলিলুর রহমান, গোলাম সরোয়ার টুকু, রফিকুল ইসলাম, বরগুনা ২ আব্দুল মালেক।

 

বরগুনার আলো