• বুধবার ০৭ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৪ ১৪৩০

  • || ১৭ জ্বিলকদ ১৪৪৪

বরগুনার আলো
ব্রেকিং:
মূল্যস্ফীতির লাগাম টানতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাধীনতার ইতিহাসে ৬ দফা অন্যতম মাইলফলক: রাষ্ট্রপতি ৬ দফার প্রতি জনসমর্থনে রচিত হয় স্বাধীনতার রূপরেখা: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ ঐতিহাসিক ছয় দফা দিবস আজ সাধ্যমতো চেষ্টা করছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন একটা চ্যালেঞ্জ: শেখ হাসিনা সবাইকে ৩টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর আ.লীগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: শেখ হাসিনা একদিকে মুদ্রাস্ফীতি, অন্যদিকে লোডশেডিংয়ে ভুগছে দেশের মানুষ: প্রধানমন্ত্রীর আক্ষেপ বিদ্যুৎ সমস্যা সমাধানে প্রচেষ্টা অব্যাহত: প্রধানমন্ত্রী ‘প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, এরকম পরিস্থিতি আর হয়েছিল কিনা জানি না’ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই: রাষ্ট্রপতি বিশ্বের পরিস্থিতি আরও খারাপ হতে পারে: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা সরকার এই বাজেট বাস্তবায়ন করতে পারবে: শেখ হাসিনা দেশজুড়ে উন্নত রেল নেটওয়ার্ক তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে শ্রমিকবান্ধব কর্মপরিবেশের প্রত্যাশা সরকারের গৃহীত পদক্ষেপের ফলে দেশে চা উৎপাদন বৃদ্ধি পাচ্ছে

বর্তমানে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বরগুনার আলো

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩  

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে আগে মেডিকেল কলেজ ছিল মাত্র ৮টি। বর্তমানে মেডিকেল কলেজ রয়েছে ১১০টি। বতর্মানে দেশে প্রায় ৭০ হাজার বিদ্যালয় রয়েছে। পাকিস্তানের সময় দেশে মাত্র ৮-১০ ইউনিভার্সিটি ছিল। এখন দেশে দেড়শো ইউনিভার্সিটি রয়েছে। আমাদের শিক্ষার ব্যবস্থাও অনেক উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর, পৌরসভা ও সাটুরিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাস্থ্যসেবায় এমবিবিএসে যারা ভর্তি হয়েছে, তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ নারী। ডাক্তার নিযোগেও প্রায় ৬০ শতাংশ নারী ডাক্তার চাকরি পেয়েছে। আগে আমাদের মা-বোনেরা পিছিয়ে ছিল। বতর্মানে তারা এগিয়ে যাচ্ছে।

শিক্ষকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছেলে-মেয়েদের বইয়ের শিক্ষার পাশপাশি ভালো মানুষ হওয়ায় শিক্ষা দিতে হবে। তারা যেন সুন্দর চরিত্র গঠন করতে পারে। আপনাদের খেয়াল রাখতে হবে, কোনো শিক্ষার্থী যেন খারাপ ব্যবহার না করে, সন্ত্রাসী কার্যকলালে লিপ্ত না হয়। আজকাল বিভিন্ন পত্র-পত্রিকায় দেখি ছোট ছোট পোলাপান কিশোর গ্যাং হয়ে গেছে। এসব বিষয়ে শিক্ষকদের খেয়াল রাখতে হবে।

দেশকে ভালোবাসলে আপনাদের (শিক্ষক) দেশের সম্পর্কেও ভাবতে হবে। যেন দেশ অগ্রগতি লাভ করতে পারে, শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখন বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে, রাস্তাঘাট হয়েছে এবং চিকিৎসা ব্যবস্থা দৌরগড়ায় পৌঁছে গেছে।

স্বাস্থ্যখাতে নারী উন্নয়নের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগে আমাদের মা-বোনেরা পিছিয়ে ছিল। বতর্মানে তারা এগিয়ে যাচ্ছে।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফসার উদ্দিনের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভার মেয়র মো. রমজান আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বরগুনার আলো