• বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৬ ১৪৩০

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
মহামারী ঠেকাতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী কলম্বিয়া ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী বিশ্ব শান্তিতে বাংলাদেশ ও শেখ হাসিনা জাতিসংঘে এখনও নারী মহাসচিব হননি, আক্ষেপ শেখ হাসিনার বৈশ্বিক অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএইএ`র মহাপরিচালকের বৈঠক বাংলাদেশ কখনও ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি : প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে দ্রুত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এবার বাড়তি গুরুত্ব পাচ্ছে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ভোট দিলে এদিকে না দিলে ওদিকে দেশে কোনো মানুষ দরিদ্র থাকবে না: শেখ হাসিনা মানুষ যেন ভোট দেয়, সেই পরিবেশ তৈরি করুন- প্রধানমন্ত্রী আবারও ক্ষমতায় এলে দেশে কাঁচা রাস্তা থাকবে না: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সংকটেও দেশে খাদ্য নিরাপত্তা সুরক্ষিত : প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে বাংলাদেশে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপির আমলে দেশের অর্থনীতি মন্দার কবলে পড়েছিল: প্রধানমন্ত্রী বিএনপি সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতি মন্দার কবলে পড়েছিল

ভোক্তার অভিযানেই ২২৫ টাকার আদা হয়ে গেলো ১৮০ টাকা

বরগুনার আলো

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের আগে যে আদা কেজিপ্রতি ২৩৫ টাকা বিক্রি করা হচ্ছিল, অভিযানের পর একই প্রতিষ্ঠান ১৮০ টাকা কেজি দরে বিক্রির অঙ্গীকার করেন।

সোমবার (২৯ মে) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ।

অভিযানে খাতুনগঞ্জের মেসার্স মিতালী ট্রেডার্স নামের আড়তকে মূল্য তালিকা যথাযথ না পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পাশের মেসার্স আল নুর কর্পোরেশন নামের আরেকটি আড়তে মূল্য তালিকায় আদার দাম প্রতি কেজি ২২৫ টাকা লিখে রাখলেও তারা ক্রয় ভাউচার দেখাতে পারেননি। এসময় আল নুর করপোরেশনকে সিলগালা করে দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পরবর্তীতে বিকেল সাড়ে তিনটার দিকে আল নুর করপোরেশনের মালিক ও আদা ব্যবসায়ী নেতারা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে গিয়ে মঙ্গলবার থেকে প্রতিকেজি আদা ১৮০ টাকায় বিক্রির অঙ্গীকার করলে বিকেল সাড়ে ৫টায় অধিদপ্তরের কর্মকর্তারা এসে প্রতিষ্ঠানের সিলগালা খুলে দেন।

একই অভিযানে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করার দায়ে সিটি ফুড রেস্টুরেন্ট ও হোটেল নুরে আজমীরকে ৫ হাজার টাকা করে জরিমানা করে করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানের নেতৃত্ব দেওয়া বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ বলেন, আমরা খাতুনগঞ্জে পেঁয়াজ-আদার আড়তে অভিযান চালিয়েছি। অভিযানে মেসার্স আল নুর করপোরেশন নামের প্রতিষ্ঠানের মূল্য তালিকায় আদা ২২৫ টাকা কেজি লেখা রয়েছে। বস্তুত তারা ২৩৫ টাকা দরে আদা বিক্রি করছিল। প্রতিষ্ঠানটি আদার বাড়তি মূল্য নির্ধারণ করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছেন প্রতীয়মান হওয়ায় সিলগালা করে দেওয়া হয়।

পরে প্রতিষ্ঠানটির মালিক ও ব্যবসায়ী নেতানা আমাদের কার্যালয়ে এসে আর বেশি দামে আদা বিক্রি করবে না বলে অঙ্গীকার করেন। মঙ্গলবার থেকে তারা ১৮০ টাকা কেজিতে আদা বিক্রি করবেন বলে জানালে প্রতিষ্ঠানটির সিলগালা খুলে দেওয়া হয়।

মঙ্গলবার সকালে আমরা আবারও প্রতিষ্ঠানটি পর্যবেক্ষণে যাবো। তবে প্রতিষ্ঠানটিকে কোনো জরিমানা করা হয়নি বলে জানান তিনি।

বরগুনার আলো