• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১০ ১৪৩০

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণের ৪৯তম বার্ষিকী আজ তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রী যারা স্যাংশন দিয়েছে তাদের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে: প্রধানমন্ত্রী

ফ্রান্স থেকে ১ বিলিয়ন ডলার সহায়তা পাওয়া যাবে: প্রধানমন্ত্রী

বরগুনার আলো

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩  

ফ্রান্স থেকে জলবায়ু তহবিল হিসেবে ১ বিলিয়ন ডলার সহায়তা পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বাংলাদেশ সফরের সময় এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ডেল্টা প্ল্যানের সঙ্গে সমন্বয় করে প্রকল্প নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে সুন্দরবন রক্ষায় বেশি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সুনামগঞ্জের একটি প্রকল্প অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী জলাভূমিতে রাস্তা নির্মাণের ক্ষেত্রে সঠিক উচ্চতায় কালভার্ট স্থাপনের নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে পানি চলাচল সহজ করার দিকেও নজর দিতে বলেছেন তিনি। এছাড়া এখন থেকে সেতুর নকশা সঠিকভাবে করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী জানান, ওয়াসার একটি প্রকল্প অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ওয়াসার পানি উৎপাদন ও বিতরণ মূল্যেও সঙ্গে সমন্বয় করে দাম নির্ধারণ করতে হবে। সেই সঙ্গে পানির অপচয় বন্ধ করতে হবে।’ এছাড়া কর সংক্রান্ত মামলাগুলো সঠিক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি বৃদ্ধিতে মুরগি ও ডিম হচ্ছে প্রধান নায়ক। এই দু’টির দাম বেড়ে যাওয়ায় খাদ্য মূল্যস্ফীতির উপর বেশি প্রভাব ফেলেছে। আমাদের দেশের যে মূল্যস্ফীতি সেটি রানওয়ে মূল্যস্ফীতি নয়। অর্থাৎ আমাদের মূল্যস্ফীতি লকলকিয়ে বাড়েনি, আবার কমেওনি। এটা আমাদের অর্থনীতির সক্ষমতার প্রমাণ।’

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘যখনই পণ্যের দাম বাড়ে, সরকার সাড়া দেয়। এর আগে চাল আমদানির খরচ কমিয়ে শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে, সুদ হার বাড়ানো হয়েছে। সুদ হারে ক্যাপ তুলে দেওয়া হয়েছে। তবে সুদের হার আরও একটু বাড়ানো প্রয়োজন। সেটিও হয়তো করা হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন, পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. মোহাম্মদ ইমদাদউল্লা মিয়ান এবং আইএমইডি’র সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন, পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বাকী, এ কে এম ফজলুল হকসহ অনেকে।

বরগুনার আলো