• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের গতিশীলতায় জলবায়ুর প্রভাব: ৫ পরামর্শ প্রধানমন্ত্রীর মোহাম্মদ হানিফ তাঁর কর্মের মাধ্যমে জনগণের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন : রাষ্ট্রপতি

মহামারী ঠেকাতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী

বরগুনার আলো

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩  

দিনের পর দিন বেড়েই চলেছে শিল্পায়ন। বিশ্বায়নের প্রভাবে বাড়ছে কার্বন নিঃসরণ। আর এতে উষ্ণ হচ্ছে পৃথিবী। ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি। দুর্যোগের কবলে মানবসম্প্রদায়। ঘনীভূত হচ্ছে জলবায়ু সংকট। এমন বাস্তবতায় বরাবরের মত এ বছরও জাতিসংঘে গুরুত্বের বিচারে বৈশ্বিক এজেন্ডার প্রাধান্য পেয়েছে জলবায়ু সংকট।

বুধবার স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সদর দপ্তরের ইকোসক চেম্বারে জলবায়ু বিষয়ক উচ্চ পর্যায়ের এই থিম্যাটিক সেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন সংকট এড়াতে বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর জলবায়ু পরিবর্তনের বিষয়ে সততার সঙ্গে কাজ করতে হবে।  জলবায়ু পরিবর্তন এবং আসন্ন সংকট এড়াতে ন্যায্য অংশীদারীত্বের বিষয়ে বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলো সৎ থাকবে হবে।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সবচেয়ে বেশি গুরুত্ব দেয় পূর্ববর্তী সতর্কীকরণের দিকে। জানান, মোবাইল প্রযুক্তি সহজ করেছে তথ্য প্রবাহ।

উচ্চ পর্যায়ের প্যানেল বৈঠকের আয়োজনে কী করে বাংলাদেশ দুর্যোগে মৃত্যুর হার কমিয়েছে, তাও তুলে ধরেন শেখ হাসিনা।

এর আগে, সদর দপ্তরেই জাতিসংঘের গভীর সমুদ্র বিষয়ক চুক্তিতে সই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ 'বায়োলজিক্যাল ডাইভারসিটি অব এরিয়াস বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন'-বিবিএনজে শীর্ষক এই ট্রিটিতে বাংলাদেশের পক্ষে সই করেন তিনি৷ গভীর সমুদ্রে সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত জাতিসংঘের এই সন্ধিপত্র সইয়ের মাধ্যমে সুমদ্র সম্পদের সংরক্ষণ ও আহরণে বাংলাদেশের প্রতিশ্রুতি আরও দৃঢ় হলো। 

এছাড়া, দিনের শুরুতেই জাতিসংঘ সদর দপ্তরের সম্মেলন কক্ষে মহামারি প্রতিরোধ, প্রস্তুতি ও প্রতিক্রিয়া বিষয়ক ৭৮তম ইউএনজিএ উচ্চ-পর্যায়ের বৈঠকে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

মহামারি প্রতিরোধে পাঁচ দফা অগ্রাধিকার উত্থাপন করে তিনি বলেন, মহামারি ঠেকাতে বৈশ্বিক সহযোগিতা কাঠামো তৈরি করা প্রয়োজন।

জাতিসংঘের এসব কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে দেশের অগ্রগতির সূচকগুলো উপস্থাপন এবং পারস্পরিক সহায়তা বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ।

বিগত পনের বছরে শুধু বাংলাদেশের উন্নয়ন নয়, প্রাকৃতিক দুযোর্গ ও মহামারি মোকাবিলায় কিভাবে সরকার সাফল্য দেখিয়েছে সেই কথা বিশ্ব দরবারে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর হার কমানো অভাবনীয় অর্জন বাংলাদেশের। আর করোনা মহামারিতে পশ্চিমের উন্নত বিশ্বে যেখানে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে সে সময় পরিস্থিতির ভয়াবহতা ঠেকাতে সচেষ্ট ছিল বাংলাদেশ।

বরগুনার আলো