• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের গতিশীলতায় জলবায়ুর প্রভাব: ৫ পরামর্শ প্রধানমন্ত্রীর মোহাম্মদ হানিফ তাঁর কর্মের মাধ্যমে জনগণের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন : রাষ্ট্রপতি

একই জমিতে চার ফসল, কৃষকের মুখে হাসি

বরগুনার আলো

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩  

সমন্বিত পদ্ধতিতে একই জমিতে চার ফসলের আবাদ করে সাড়া ফেলেছেন মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের কৃষক স্বপন আলী।
সমন্বিত কৃষি পদ্ধতির উন্নয়ন ঘটাতে গত দু’বছরে এক জমিতেই দুই ফসল, পরের বছর তিন ফসল আবাদ করে লাভবান হওয়ায় এবছর তিনি চার ফসলের আবাদ করেন। তার জমিতে এখন হলুদ, মরিচ, আদা, ওল, কচুর গাছ একই সঙ্গে বেড়ে উঠছে। এই ফসল থেকে লাভের আশা করছেন কৃষক স্বপন আলী।

কোলা গ্রামের প্রান্তিক কৃষক স্বপন আলী ১৫ শতাংশ জমি বর্গা নিয়ে দু’বছর আগে একই জমিতে আদার সঙ্গে সাথী ফসল হিসেবে মরিচের আবাদ করেছিলেন। এক সঙ্গে দুই আবাদে তিনি লাভবান হওয়ায় পরের বছর ৩৩ শতাংশ জমিতে দুই ফসলের সঙ্গে যোগ করেন ওলকচু। এখানেও তিনি লাভবান হন। এ বছর ৭০ শতাংশ জমিতে তিন ফসলের মধ্যে মুখি কচু যোগ করে চার ফসল আবাদ করেছেন। তার জমিতে এখন আদা, মরিচ, ওলকচু ও মুখি কচুর গাছ একই সঙ্গে বেড়ে উঠছে।

কৃষক স্বপন আলী বলেন, একই খরচ ও সময়ে চার ফসল উৎপাদন হচ্ছে। এক সঙ্গে চার ফসল করার সুবিধা হলো, এর মধ্যে কোনো ফসলে লোকসান হলে অন্য ফসল থেকে তা পুষিয়ে নেয়া যায়। উৎপাদনও ভালো পাওয়া যায়। ফলে লোকসানের কোনো সম্ভাবনা থাকে না।

তিনি আরো বলেন, প্রথমে হলুদ উঠবে, এরপর ওলকচু, তারপর মুখি কচু শেষে থাকবে মরিচ। বর্তমানে তিনি মরিচ, ওল কচু ও মুখি কচু তুলে বাজারে বিক্রি শুরু করছেন। এগুলোর দাম ভালো হওয়ায় জমি থেকে প্রতি সপ্তাহে টাকা আসতে শুরু করেছে। এবারো ভালো লাভবান হবো। এ বছর তিনি খরচ বাদে দুই থেকে আড়াই লাখ টাকা আয় করবেন বলেও জানান।

তার এই ফসল দেখতে জমিতে আসেন অনেকে। একই জমিতে যে একই সঙ্গে চার ফসল ফলানো যায়, তার বাস্তব চিত্র এলাকার চাষিদের মাঝে সাড়া ফেলেছে।

ষোলমারি গ্রামের কৃষক উজির মালিথা এমন করে একই জমিতে সাথী ফসলের চাষ করার জন্য পরামর্শ নিতে এসেছেন কৃষক স্বপন আলীর কাছে।

তিনি জানান, এক সঙ্গে একাধিক ফসল ফলাতে পারলে স্বল্প সময় ও অল্প খরচে বেশি লাভবান হওয়া যাবে। আগামী মৌসুমে আমিও সমন্বিত পদ্ধতিতে একাধিক ফসলের আবাদ শুরু করব।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, কৃষক স্বপন আলীর মতো এভাবে জমির সর্বোচ্চ ব্যবহার করলে দেশের প্রতি ইঞ্চি জমি থেকে ফসল উৎপাদন করা সম্ভব। মেহেরপুর জেলার মাটি অত্যন্ত উর্বর। এ মাটিতে সব ধরনের আবাদ করা যায়। এছাড়া এ জেলার কৃষকরা ভালো ফসল ফলাতে অনেক আগ্রহী ও যত্নবান। কৃষকদের আমরা সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করছি। এক সঙ্গে চার ফসল আবাদ করলে রোগবালাই কম হয়। আরো সুবিধা হলো একই খরচে চারটি ফসল উৎপাদন করা যাচ্ছে। তাছাড়া একটাতে লোকসান হলে অন্যটি থেকে পুষিয়ে নেওয়া যায়। ফলে চাষির লোকসান হওয়ার কোনো আশঙ্কা নেই।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, জেলায় এ বছর হলুদের আবাদ হয়েছে ২৭৫ হেক্টর জমিতে। এতে ৬ হাজার ৮৭৫ মেট্রিক টন হলুদ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এছাড়া কাচা মরিচের আবাদ হয়েছে ৩ হাজার ৯৬৫ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ৮৭৫ মেট্রিক টন। যা জেলার চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন জেলায় বিক্রি করে মোটা টাকা আয় করা সম্ভব।

বরগুনার আলো