• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের গতিশীলতায় জলবায়ুর প্রভাব: ৫ পরামর্শ প্রধানমন্ত্রীর মোহাম্মদ হানিফ তাঁর কর্মের মাধ্যমে জনগণের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন : রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন কাল

বরগুনার আলো

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩  

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ৭৭তম জন্মদিন আগামীকাল বৃহস্পতিবার। দলীয় প্রধান জন্মদিনে ব্যাপক কর্মসূচি থাকবে দলটির। তবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বর্তমানে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে তাঁর যুক্তরাজ্যে যাওয়ারও কথা রয়েছেন। এ কারণে তাঁর অনুপস্থিতিতেই দিনটি উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি উদযাপন করবে তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

দলীয় প্রধানের সুস্থ্যতার জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের বড় মেয় তিনি। ১৯৭৫ সালে ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ও তার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। তখন শেখ হাসিনা তাঁর ছোটবোন শেখ রেহানাসহ বিদেশে ছিলেন। তিনি ১৯৮১ সালের ১৭ই মে দেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্বের হাল ধরেন। আওয়ামী লীগ তাঁকে সভাপতি নির্বাচিত করে। এর পর থেকে তিনি আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন। তাঁর দল আওয়ামী লীগ ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ভূমিধ্বস বিজয়লাভ করেন। এর পর থেকে আরও দুটি নির্বাচনে জয়লাভ করে টানা ৩বার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৮ সাল থেকে শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

জানা গেছে, কেন্দ্রীয়ভাবে আগামীকাল বৃহস্পতিবার ঈদ-ই-মিলাদুন্নবী ও দলীয় প্রধানের উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল করবে আওয়ামী লীগ। বাদ আসর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় উদ্যোগে ওই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া গত ১৯ সেপ্টেম্বর আওয়ামী লীগের যে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচিতেই ঘোষণা করা হয়েছিল আগামী শুক্রবার দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষ্যে কেন্দ্রীয় ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। যা হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। দলীয় প্রধান শেখ হাসিনার জন্মদিনে সারা দেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও অঙ্গ- সহযোগী সংগঠন এবং তার নেতা-কর্মীদের পালনে আওয়ামী লীগ থেকে নির্দেশনা রয়েছে বলে দলীয় সূত্র জানা গেছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক ও সংস্কৃতি সংগঠন, বিভিন্ন বিভাগ ও দফতর থেকেও বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে নবজাতকদের জন্য বঙ্গবন্ধুকন্যার শুভেচ্ছা উপহার ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষাসামগ্রী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^দ্যিালয়ের কোষাধ্যক্ষ এবং বক্ষব্যাধি বিভাগের অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

বরগুনার আলো