• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই হাজার তরুণীর নগ্ন ভিডিও নিয়ে ছিনিমিনি খেলছিল তিন তরুণ

বরগুনার আলো

প্রকাশিত: ২ অক্টোবর ২০২১  

প্রাথমিকের গণ্ডিও পেরোতে পারেননি। তৃতীয় শ্রেণিতেই ইতি টেনেছেন পড়াশোনার। তবে পড়াশোনায় বেশিদূর এগোতে না পারলেও ফেসবুক ব্যবহারে বেশ দক্ষ হয়ে ওঠেন। আর এ দক্ষতা ভালো কোনো কাজে লাগাননি। লাগিয়েছেন অন্যের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার কাজে। হ্যাক করেছেন দুই হাজার তরুণীর আইডি। নিয়েছেন নগ্ন ছবি-ভিডিও। নগ্ন ছবি-ভিডিও নিয়েই ক্ষান্ত হননি, ছিনিমিনি খেলেছিলেন তাদের জীবন নিয়েও।

এমনই এক সাইবার অপরাধ চক্রের তিন তরুণকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে এসব তথ্য। গ্রেফতার তিনজনের বাড়িই মাদারীপুরের শিবচরে। তারা হলেন- শামীম সরদার, সজিব খলিফা ও ওবায়দুর রহমান নোবেল। এর মধ্যে শামীম ও সজিব তৃতীয় শ্রেণিতেই শিক্ষাজীবনের ইতি টানেন। আর মুদি দোকান ছেড়ে তাদের সঙ্গে যোগ দেন নোবেল। তবে তারা সবাই ইউটিউব থেকে এ দীক্ষা নেন।

জানা গেছে, ফেসবুক আইডি হ্যাক করে অন্তরঙ্গ ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার নামে দুই হাজার তরুণীর সঙ্গে প্রতারণা করেছেন শামীম, সজিব ও নোবেল। ভুক্তভোগী তরুণীদের ভয় দেখিয়ে তারা আদায় করতেন টাকা। আর টাকা না পেলে তাদের বিভিন্নভাবে হেয় করতেন।

গ্রেফতারদের প্রথম টার্গেট তরুণী। এরপর একের পর এক চলে তাদের আইডি হ্যাক করে গোপনীয় ছবি ও ভিডিও নেয়া। পরে টাকা না দিলে দেওয়া হতো হুমকি। তবে বারবার একই অঞ্চলের তরুণদের এমন অপরাধে জড়িয়ে পড়ার বিষয়টি ভাবিয়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

ভুক্তভোগীদের মধ্যে এক নববধূ জানান, একদিন দুপুরে এক বন্ধুর আইডি থেকে তার আইডিতে একটি লিঙ্ক যায়। লিঙ্কে ঢুকতেই লগইন করতে বলা হয়। লগইন করার পরই তার আইডি হ্যাক হয়ে যায়। এরপর নানাভাবে চেষ্টা করেও আইডিতে আর ঢুকতে পারেননি তিনি। ওইদিন সন্ধ্যার পর একটি মেসেজ যায় তার মুঠোফোনে। মেসেজে বলা হয়- তার স্বামীর কাছ থেকে কিছু অন্তরঙ্গ ছবি সংগ্রহ করেন তারা। এরপর আরেকটি আইডি দিয়ে সেসব ছবি তার কাছেও পাঠানো হয়। একই সঙ্গে শর্ত না মানলে এসব ছবি ভাইরাল করারও হুমকি দেওয়া হয় বলে জানান ভুক্তভোগী নববধূ।

তিনি বলেন, আমার কাছ থেকে তারা টাকা দাবি করেন। ছবি যেন না ছাড়ে সেজন্য তাদের টাকা দেওয়া হয়। আমার এক বন্ধুর কাছ থেকেও পাঁচ হাজার টাকা নেন তারা। আমার আইডি থেকেই ওই বন্ধুর কাছে লিঙ্ক পাঠানো হয়।

ঢাকা মহানগর ডিবি পুলিশের সাইবার স্পেশাল ও সিরিয়াস ক্রাইমের উপ-পুলিশ কমিশনার শরিফুল ইসলাম জানান, গ্রেফতার তিনজনের কাছ থেকে উদ্ধার করা ডিভাইসে প্রায় দুই হাজার আইডি হ্যাক করার তথ্য পাওয়া গেছে। এসব আইডি ব্যবহারকারীরা পরস্পর বন্ধু বা আত্মীয়। এ অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি- মাদারীপুরের রাজৈর, শিবচর ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা এবং রাজবাড়ী সদরে অসংখ্য হ্যাকার রয়েছে। যাদের হ্যাকিংয়ের শিকার হয়েছেন অনেক ভুক্তভোগী। এ পর্যন্ত আমরা দুইশ হ্যাকারকে গ্রেফতার করেছি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তাদের আশপাশে আরো অনেক হ্যাকার রয়েছেন। যারা প্রতিদিন ঘুম থেকে উঠেই নিজেদের শিকার খোঁজার জন্য ডিভাইস নিয়ে বসেন।

ফেসবুক ব্যবহারে আরো বেশি সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন ডিবি পুলিশের এ কর্মকর্তা। যাচাই-বাছাই ছাড়া কোনো ইউআর লিঙ্কে না ঢোকার জন্যও পরামর্শ দেন তিনি।

বরগুনার আলো