• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

ড্রাইভিং সিটে হেলপার, প্রতিযোগিতায় মৃত্যু রাকিবুলের

বরগুনার আলো

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২  

সদরঘাট-গাজীপুর রুটে চলাচলরত আজমেরী গ্লোরি পরিবহনে হেলপার হিসেবে মাসখানেক ধরে চাকরি করতেন মনির হোসেন। হেলপারির অভিজ্ঞতা থেকেই মাঝে-মধ্যে বসে যেতেন চালকের আসনেও।

লাইসেন্স না থাকা সত্ত্বেও চালকের আসনে বসে একই পরিবহনের অন্য বাসের সঙ্গে প্রতিযোগিতা করছিলেন। আর সে সময় দুই বাসের মাঝখানে চাপা পড়ে মারা যান কিশোর রাকিবুল হাসান (১৪)।

রাজধানীর মগবাজার মোড়ে আজমেরী গ্লোরি পরিবহনের দুটি বাসের চাপায় পিষ্ট হয়ে কিশোর রাকিবুল হাসান মৃত্যুর ঘটনায় দুই বাসচালক মনির হোসেন (২৭) ও ইমরানকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে রাজধানীর পল্টন ও মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে নিজেদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, গত ২০ জানুয়ারি বিকেলে মগবাজার মোড়ে আজমেরী গ্লোরী পরিবহনের দুটি বাসের চাপায় পিষ্ট হয়ে কিশোর রাকিবুল হাসান মারা যায়। সে হকার হিসেবে বাসে বাসে মাস্ক বিক্রি করতো। বাবা অসুস্থ থাকায় রাকিবুল হকারি করে এবং তার মা অন্যের বাসায় কাজ করে সংসারের খরচ চালাত।

দুর্ঘটনার পর ঘাতক দুই বাস রেখে চালকরা পালিয়ে যান। এ ঘটনায় নিহতের পরিবার রমনা মডেল থানায় একটি মামলা (নং-১৬) করেছেন। মামলার প্রেক্ষিতে পলাতক চালকদের ধরতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে দুই বাসচালককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, মনির হোসেন ৫ বছর ধরে মধ্যপ্রাচ্যের একটি দেশে কর্মরত ছিলেন। গত ৩ মাস আগে দেশে ফেরেন এবং দেড়মাস আগে ঢাকাতে আসেন। প্রায় ১ মাস ধরে আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাসে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা মজুরিতে হেলপারি শুরু করেন।

হেলপার হয়েও মাঝে-মধ্যে বাসটি চালাতেন মনির। গত ২০ জানুয়ারি বিকেলে ওই বাসটি সদরঘাট থেকে গাজীপুরের চন্দ্রার উদ্দেশ্যে চালক সুমন রওনা হয়। পথিমধ্যে সুমন গুলিস্তানে এসে মনিরকে দায়িত্ব দিয়ে নেমে যায়। মনির গাড়িটি চালিয়ে মগবাজার মোড়ে একই পরিরিবহনের অন্য একটি বাসকে দ্রুতগতিতে ওভারটেক করতে গেলে মাঝখানে পিস্ট হয়ে কিশোর রাকিবুল মারা যায়।

আর গ্রেফতার ইমরান ১০-১২ বছর ধরে আজমেরী গ্লোরী পরিবহনের বাস চালাতেন। ঘাতক বাসটি প্রায় ২ বছর ধরে চালতেন। তিনিও একসময় হেলপার ছিলেন, তবে ৩ বছর আগে ড্রাইভিং লাইসেন্স করেন। অথচ প্রায় ১০ বছর ধরেই লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়েছেন তিনি।

এই র‌্যাব কর্মকর্তা বলেন, আজমেরী পরিবহনের ওই বাসগুলোর প্রতিটি মালিকের কাছ থেকে দৈনিক ৩৫০০ টাকা চুক্তিতে নিয়ে পরিচালনা করেন চালকরা। দৈনিক ৩৫০০ টাকার বাইরে যাবতীয় খরচ বাদ দিয়ে বাড়তি যে টাকা থাকে তাই পান চালক। এজন্য অরিক্তি যাত্রী তোলার আশায় বেপরোয়াভাবে পথে প্রতিযোগিতা করেন তারা।

ইমরানের গাড়িটির সিরিয়াল ছিল আগে, মনিরের গাড়িটি ছিল পরে। কিন্তু সামনের স্টপেজে যে আগে যেতে পারবেন তিনি যাত্রী পাবেন সেই আশায় মনির দ্রুত গতিতে ইমরানের গাড়িটিকে ওভারটেক করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।

এক প্রশ্নের জবাবে খন্দকার আল মঈন বলেন, মামলার আসামি হিসেবে দুই চালককে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা যদি দেখেন এর সঙ্গে চালক সুমনও দায়ী এবং গাড়ির মালিকরা অবৈধভাবে চুক্তিভিত্তিক গাড়ি চালাতে দিয়েছেন, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনার আলো