• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দোকানে বন্দুক রেখে মালিককে ফাঁসাতে গিয়ে দুই কর্মচারী ধরা

বরগুনার আলো

প্রকাশিত: ৪ জুলাই ২০২২  

চট্টগ্রামের কোতোয়ালীতে মালিককে ফাঁসাতে দোকানে বন্দুক রেখে ফেঁসে গেলেন দুই কর্মচারী। এ ঘটনায় ওই দুই কর্মচারীসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতাররা হলেন, নগরীর বাকলিয়া থানার বড় মিয়া মসজিদ এলাকার মৃত অজি উল্লাহর ছেলে আবদুল শুক্কুর ওরফে শুক্কুর মিস্ত্রি (৪০), নোয়াখালীর সেনবাগ থানার বাতানিয়া গ্রামের আবদুল লতিফের ছেলে মো. ইউসুফ সৌরভ (১৯) এবং নগরীর চকবাজার থানার চাঁন মিয়া মুন্সী লেনের মৃত আবদুস সোবাহানের ছেলে মোজাম্মেল হক (৪২)।

রোববার (৩ জুলাই) বিকেলে র‍্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন ভূঞা বলেন, পূর্ব শত্রুতার জেরে কোতোয়ালীর টেরিবাজারের ল্যান্ডমার্ক টেইলার্সের মালিক মো. এয়াকুব আলীকে ফাঁসাতে চান তারই কর্মচারী ইউসুফ ও শুক্কুর। তারা চকবাজারের মোজাম্মেলের মাধ্যমে একটি ওয়ান শুটার গান এনে দোকানে রাখেন। পরে তারা র‍্যাবকে জানান, দোকানে মাদক ও অস্ত্র আছে।

খবর পেয়ে অভিযান চালিয়ে দোকানে কোনো মাদক না পেলেও কাপড়ের তাক থেকে শুটার গানটি উদ্ধার করা হয়। এসময় র‍্যাব সদস্যরা বুঝতে পারে দোকান মালিককে ফাঁসাতে অস্ত্র রেখে তাদের খবর দেওয়া হয়েছে। এসময় জিজ্ঞাসাবাদ করা হলে শুক্কুর মিস্ত্রি ও ইউসুফ অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করেন। পরে তাদের তথ্যের ভিত্তিতে মোজাম্মেলকে গ্রেফতার করা
হয়।

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে দিয়ে নগরীর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

বরগুনার আলো