• শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৭ ১৪৩০

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
মহামারী ঠেকাতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী কলম্বিয়া ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী বিশ্ব শান্তিতে বাংলাদেশ ও শেখ হাসিনা জাতিসংঘে এখনও নারী মহাসচিব হননি, আক্ষেপ শেখ হাসিনার বৈশ্বিক অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএইএ`র মহাপরিচালকের বৈঠক বাংলাদেশ কখনও ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি : প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে দ্রুত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এবার বাড়তি গুরুত্ব পাচ্ছে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ভোট দিলে এদিকে না দিলে ওদিকে দেশে কোনো মানুষ দরিদ্র থাকবে না: শেখ হাসিনা মানুষ যেন ভোট দেয়, সেই পরিবেশ তৈরি করুন- প্রধানমন্ত্রী আবারও ক্ষমতায় এলে দেশে কাঁচা রাস্তা থাকবে না: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সংকটেও দেশে খাদ্য নিরাপত্তা সুরক্ষিত : প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে বাংলাদেশে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপির আমলে দেশের অর্থনীতি মন্দার কবলে পড়েছিল: প্রধানমন্ত্রী বিএনপি সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতি মন্দার কবলে পড়েছিল

বান্ধবীর আমন্ত্রণে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

বরগুনার আলো

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২  

বান্ধবীর আমন্ত্রণে সিলেট ঘুরতে গিয়ে সংঘবদ্ধ এক তরুণী (২৩) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তরুণীর করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরের জুনু মিয়ার ছেলে বর্তমানে সিলেটের জালালাবাদ থানার নাজিরেরগাঁও ভাড়া বাসায় বসবাসকারী জুবায়ের হোসেন (২৮), তার স্ত্রী জুলেখা ওরফে জুলি (১৯) ও জালালাবাদ থানার নাজিরেরগাঁওয়ের বাসিন্দা আব্দুল মছব্বিরের ছেলে জয়নাল মিয়া (৪০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জুবায়ের হোসেনের স্ত্রী জুলির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় ঢাকার উত্তরা থানার আজমপুর এলাকার ওই তরুণীর সঙ্গে। ফেসবুকে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। দীর্ঘদিন জুলি ওই তরুণীকে সিলেট এসে ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানান।

সেই আহ্বানে সাড়া দিয়ে ১৯ আগস্ট সিলেটে ঘুরতে আসেন ওই তরুণী। ওঠেন জুলির বাসায়। ওই দিন সন্ধ্যায় মেয়েটিকে জুলি তার স্বামী জুবায়ের হোসেনের কাছে তুলে দেন। এরপর দুদিন ওই ভাড়া বাসায় আটকে রেখে সাতজন তাকে ধর্ষণ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু খালেদ মামুন বলেন, মঙ্গলবার অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিমকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরগুনার আলো