• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সন্তানকে বাঁচাতে সম্পর্ক, গৃহবধূকে অন্তরঙ্গ ভিডিওর ভয় দেখিয়ে লুট

বরগুনার আলো

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত একমাত্র সন্তান। এজন্য তাকে প্রতি মাসে রক্ত দিয়ে হয়। ওই শিশুর সঙ্গে মিলে যায় গিয়াস উদ্দিন বুলেটের রক্তের গ্রুপ। পরে রক্ত দেওয়ার সুবাদে শিশুটিকে মায়ের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে তার। মাঝে-মধ্যে ওই গৃহবধূর সঙ্গে ভিডিও কলে কথা বলতেন বুলেট। একপর্যায়ে ওই গৃহবধূর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করেন তিনি। পরে ওই ছবি ও ভিডিও ফেসবুক ও স্বামীসহ আত্মীয়-স্বজনদের কাছে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। শুধু তাই নয়, টাকা-পয়সা এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। 

ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সেনবাগে। এ ঘটনায় ওই গৃহবধূর মামলায় গিয়াস উদ্দিন বুলেটকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে নোয়াখালী আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন বুলেট উপজেলার ডমরুয়া ইউনিয়নের ডমুরুয়া গ্রামের মুজিবুল হকের ছেলে।

পুলিশ জানায়, ভিমটিম প্রবাসীর স্ত্রীর একমাত্র সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়। এ জন্য তাকে প্রতি মাসে রক্ত দিয়ে হয়। অভিযুক্ত গিয়াস উদ্দিন বুলেটের রক্তের গ্রুপ ওই শিশুর সঙ্গে মিলে যায়। শিশুটিকে রক্ত দেওয়ার সুবাদে তার মায়ের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে তার। একপর্যায়ে ওই গৃহবধূর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করেন তিনি। পরে ওই ভিডিও-ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং তার প্রবাসী স্বামীসহ আত্মীয়-স্বজনদের কাছে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এরপর ১ লাখ টাকা ও ১ ভরি স্বর্ণালংকার নিয়ে যান। শুধু তাই নয়, ফের তাকে ধর্ষণচেষ্টা এবং কয়েকটি স্বাক্ষর করা সাদা চেক নিয়ে যান।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন জানান, এ ঘটনায় ওই নারী গত রোববার রাতে সেনবাগ থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার দুপুরে আসামিকে  নোয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

বরগুনার আলো