• রোববার   ০২ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৯ ১৪২৯

  • || ১০ রমজান ১৪৪৪

বরগুনার আলো
ব্রেকিং:
বৈধ মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রধানমন্ত্রীর কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের যথাযথ পুনর্বাসনে এগিয়ে আসতে হবে সঠিক পরিচর্যায় সম্পদ হিসেবে গড়ে উঠবে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য শেখ হাসিনার সময়োচিত সংস্কারের প্রশংসা বিএনপি ধ্বংস করে, আওয়ামী লীগ সৃষ্টি করে: প্রধানমন্ত্রী পহেলা বৈশাখ থেকে শতভাগ ভূমি উন্নয়ন কর অনলাইনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধনী), ২০২৩’এর খসড়া নীতিগতভাবে অনুমোদন ভূমি উন্নয়ন কর আদায় হবে জুলাই-জুন মেয়াদে সৌদি আরবে বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক রমজানে আন্দোলনের ডাক দেয়ায় বিএনপির সমালোচনা প্রধানমন্ত্রীর বাইরে নালিশ করা, কান্নাকাটি করা বিএনপির চরিত্র: শেখ হাসিনা স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বাইডেন বললেন ‘জয় বাংলা’ ‘জিয়াউর রহমান নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যা করেছেন’ অস্বাভাবিক সরকার ক্ষমতায় থাকলে কিছু লোকের কদর বাড়ে: প্রধানমন্ত্রী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের ঋণ কখনো শোধ হবে না: প্রধানমন্ত্রী

অপহরণ-হত্যা বাড়ছে রোহিঙ্গা ক্যাম্পে

বরগুনার আলো

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩  

কক্সবাজারের ক্যাম্পের রোহিঙ্গারা জড়িয়ে পড়ছেন মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে। ৫ বছরে ক্যাম্পগুলোতে ঘটেছে দেড়শটি হত্যাকান্ডসহ দুইশ’র বেশি অপহরণের ঘটনা। গেল চার মাসেই অপহরণ করা হয়েছে ৫২ জনকে। এতে চরম আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় অপহরণ এখন নিত্যদিনের ঘটনা। এসব অপরাধের সঙ্গে জড়িত অন্তত ১০টি রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের তথ্য মতে, গেল চার মাসে টেকনাফ থেকেই অপহরণ করা হয়েছে ৫২ জনকে। খুনোখুনি, গোলাগুলিসহ বাংলাদেশি নাগরিকদের অপহরণ করে মুক্তিপণ আদায়ে ক্ষুব্ধ স্থানীয়রা।

স্থানীয়রা বলেন, “পাহাড়ের ক্ষেত-খামারে যে কাজ করতে যায় তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে রোহিঙ্গারা। গুম-খুনের হিড়িক চলছে। ভয়াবহ একটা রূপ ধারণ করেছে। যে কোনো সময়ে যে কেউ অপহরণ হতে পারেন।”

সূত্র মতে, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত প্রায় দেড়শ’টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে অপহরণ করা হয়েছে রোহিঙ্গা ও বাংলাদেশিসহ দুইশ’রও বেশি জনকে।

চলতি বছরের ৮ জানুয়ারি ৪ চার বাংলাদেশি কৃষককে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে ৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান তারা।

স্থানীয়রা জানান, প্রতিদিন খুনাখুনি-অপহরণের ঘটনা ঘটছে। এরকম অবস্থা থাকলে দু’এক বছরের মধ্যে জনগণ পালিয়ে অন্য স্থানে চলে যাবে।”

দেড় বছর আগে সন্ত্রাসীদের হাতে নিহত হন রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পাহাড়ে আশ্রয় নেয় সন্ত্রাসীরা। পুলিশ বলছে, অর্থের যোগান দিতে অপহরণ বাণিজ্যে নেমেছে এসব সন্ত্রাসী গোষ্ঠী।

কক্সবাজার পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম বলেন, “ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের আস্তানা ধ্বংস এবং ভিকটিমদের উদ্ধার করা হয়েছে “

আইন শৃঙ্খলা বাহিনী বলছে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চলছে।

র‌্যাব মিডিয়া প্রধান খন্দকার আল মঈন বলেন, “শান্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছি।”

পুলিশের তথ্য বলছে, ২০১৭ সালের আগস্ট থেকে এপর্যন্ত বিভিন্ন অপরাধে ৫ হাজারেরও বেশি রোহিঙ্গার বিরুদ্ধে প্রায় আড়াই হাজার মামলা হয়েছে। একই সময়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭৬টি অস্ত্র।

বরগুনার আলো