• রোববার   ০২ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৯ ১৪২৯

  • || ১০ রমজান ১৪৪৪

বরগুনার আলো
ব্রেকিং:
বৈধ মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রধানমন্ত্রীর কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের যথাযথ পুনর্বাসনে এগিয়ে আসতে হবে সঠিক পরিচর্যায় সম্পদ হিসেবে গড়ে উঠবে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য শেখ হাসিনার সময়োচিত সংস্কারের প্রশংসা বিএনপি ধ্বংস করে, আওয়ামী লীগ সৃষ্টি করে: প্রধানমন্ত্রী পহেলা বৈশাখ থেকে শতভাগ ভূমি উন্নয়ন কর অনলাইনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধনী), ২০২৩’এর খসড়া নীতিগতভাবে অনুমোদন ভূমি উন্নয়ন কর আদায় হবে জুলাই-জুন মেয়াদে সৌদি আরবে বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক রমজানে আন্দোলনের ডাক দেয়ায় বিএনপির সমালোচনা প্রধানমন্ত্রীর বাইরে নালিশ করা, কান্নাকাটি করা বিএনপির চরিত্র: শেখ হাসিনা স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বাইডেন বললেন ‘জয় বাংলা’ ‘জিয়াউর রহমান নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যা করেছেন’ অস্বাভাবিক সরকার ক্ষমতায় থাকলে কিছু লোকের কদর বাড়ে: প্রধানমন্ত্রী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের ঋণ কখনো শোধ হবে না: প্রধানমন্ত্রী

সন্তানের পা পুড়িয়ে করাতেন ভিক্ষা, সেই টাকায় জুয়া খেলতেন মা

বরগুনার আলো

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

নিজের শিশুকন্যার পায়ে পলিথিন মুড়িয়ে আগুন ধরিয়ে দিতেন মা হোসনে আরা বেগম। আর মেয়ের সেই পোড়া পা দেখিয়ে ভিক্ষা করতেন তিনি। শুধু এখানেই শেষ নয়, ভিক্ষার টাকায় জুয়া খেলতেন হোসনে আরা বেগম। ঘটনাটি ঘটে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার বদনা শাহ মাজার এলাকায়।
হোসনে আরা বেগম মেয়েকে পরে একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেন। ঐ বাড়ির মালিকের কাছ থেকে টাকা আদায় করতে তাদের বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলা দায়ের করেন তিনি। আদালতের নির্দেশে ঐ মামলার তদন্তে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

রোববার রাতে পাঁচলাইশ থানার বদনা শাহ মাজার এলাকা থেকে হোসনে আরা বেগমকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃত হোসনে আরা বেগম রাঙ্গামাটি সদর থানার আব্দুল খালেক ভূঁইয়ার মেয়ে।

এ বিষয়ে পিবিআই জানায়, হোসনে আরা বেগম গত বছরের ২৭ এপ্রিল মো. রাশেদ ও লিমু আক্তার নামে এক দম্পতির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ১১ বছর বয়সী মেয়ে রাশেদা আক্তারকে অপহরণের অভিযোগে মামলা করেন। আদালত অভিযোগটি পিবিআই চট্টগ্রাম মেট্রোকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। তদন্তে নেমে পিবিআই শিশু রাশেদা আক্তারকে উদ্ধার করে আদালতে পাঠান।

জবানবন্দিতে শিশু রাশেদা জানায়, তার মা হোসনে আরা বেগম পলিথিন মুড়িয়ে তার পা পুড়ে দিতেন। পরে পোড়া পা দেখিয়ে বদনা শাহ মাজারের সামনে ভিক্ষা করতো সে। আর ভিক্ষায় পাওয়া টাকা দিয়ে তার মা জোয়ার আসরে লুডু খেলতেন। একটি দুর্ঘটনায় রাশেদার ছোট ভাইয়ের পা ভেঙে যায়। চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে রাশেদ ও লিমু তার মাকে আর্থিক সহায়তা করেন। পরে ঐ দম্পতির বাসায় রাশেদাকে গৃহকর্মীর কাজ দেওয়া হয়।

তদন্তে উঠে আসে, টাকা আদায়ের জন্য রাশেদ ও লিমুর বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলা করেন হোসনে আরা। পিবিআই অপহরণের ঘটনাটি সত্য নয় মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করে। আদালত প্রতিবেদন পাওয়ার পর তা পর্যালোচনা করে সন্তানের পা পুড়িয়ে ভিক্ষাবৃত্তি পেশায় জড়ানোর দায়ে হোসনে আরা বেগমের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১৯ নভেম্বর পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মর্জিনা আকতার জানান, হোসনে আরা বেগম নিজের মেয়েকে দিয়ে তিনি ভিক্ষা করাতেন। এজন্য মানুষের সহানুভূতি আদায় করতে পলিথিন মুড়িয়ে সন্তানের পা পুড়ে ক্ষত তৈরি করতেন। আর ভিক্ষার টাকায় জুয়া খেলতেন তিনি। স্বেচ্ছায় মেয়েকে গৃহকর্মীর কাজে নিয়োগ দেন তিনি। পরে টাকা আদায়ের জন্য গৃহ মালিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন হোসনে আরা।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত হোসনে আরা বেগমকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

বরগুনার আলো