• রোববার   ০২ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৯ ১৪২৯

  • || ১০ রমজান ১৪৪৪

বরগুনার আলো
ব্রেকিং:
বৈধ মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রধানমন্ত্রীর কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের যথাযথ পুনর্বাসনে এগিয়ে আসতে হবে সঠিক পরিচর্যায় সম্পদ হিসেবে গড়ে উঠবে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য শেখ হাসিনার সময়োচিত সংস্কারের প্রশংসা বিএনপি ধ্বংস করে, আওয়ামী লীগ সৃষ্টি করে: প্রধানমন্ত্রী পহেলা বৈশাখ থেকে শতভাগ ভূমি উন্নয়ন কর অনলাইনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধনী), ২০২৩’এর খসড়া নীতিগতভাবে অনুমোদন ভূমি উন্নয়ন কর আদায় হবে জুলাই-জুন মেয়াদে সৌদি আরবে বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক রমজানে আন্দোলনের ডাক দেয়ায় বিএনপির সমালোচনা প্রধানমন্ত্রীর বাইরে নালিশ করা, কান্নাকাটি করা বিএনপির চরিত্র: শেখ হাসিনা স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বাইডেন বললেন ‘জয় বাংলা’ ‘জিয়াউর রহমান নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যা করেছেন’ অস্বাভাবিক সরকার ক্ষমতায় থাকলে কিছু লোকের কদর বাড়ে: প্রধানমন্ত্রী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের ঋণ কখনো শোধ হবে না: প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে মাদক কারবারি নিহত

বরগুনার আলো

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে আব্দুল হেকিম ওরফে টাক্কা (৩২) নামের এক মাদক কারবারি নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) রাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। নিহত ব্যক্তি উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

জানা গেছে, শুক্রবার বিকেলে স্থানীয়দের সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষ হয়। এ ঘটনায় দুপক্ষের নারী-পুরুষসহ অন্তত আটজন আহত হন।

আহতরা হলেন, আব্দুর রহমানের ছেলে চুন্নু মিয়া (৩০), বাবুল মিয়ার স্ত্রী রুপসা বেগম (৪৫), মৃত কাজী সোনা মিয়ার ছেলে কাজী সিরাজ (৬২) ও তার ছেলে কাজী সালেক মিয়া (৩৭), ফয়জুল হক মিয়ার ছেলে মো. রনি মিয়া (৩২) ও সালেক মিয়া ( ৩৪), হান্নান মিয়ার ছেলে ফয়সাল মিয়া ও আলিম মিয়ার ছেলে মো. সোহেল মিয়া। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান জানান, আব্দুল হেকিম টাক্কার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয় শিক্ষনবিশ এক আইনজীবী মাদক কারবারে বিরোধিতা করলে হেকিমরা ক্ষুব্ধ হন। সম্প্রতি রনিকে মারধরের হুমকি দেয় হেকিম।

শুক্রবার বিকেলে রনি তার নিজ বাড়িতে এলে টাক্কা তার ওপর চড়াও হন। বিষয়টি এক পর্যায়ে মাদক কারবারিদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে রূপ নেয়। এতে গুরুতর আহত হেকিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, টাক্কা একজন মাদক কারবারি। সম্প্রতি নারীসহ টাক্কাকে আটক করা হয়েছিল। ছাড়া পাওয়ার পর স্থানীয়রা তাকে নিয়ে ঠাট্টা করতেন। বৃহস্পতিবার মোটরসাইকেল নিয়ে এলাকায় ঘুরাঘুরির সময় এক ব্যক্তির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়৷ পরদিন শুক্রবার ওই ব্যক্তি তার ভাইয়ের সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ঘ হয়।

ওসি জানান, টাক্কার বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে। এরমধ্যে তিনটি মাদক মামলা চলমান।

বরগুনার আলো