• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
সায়মা ওয়াজেদের জন্মদিন আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বিশ্ব বাণিজ্যের প্রবেশ দ্বার হিসেবে কাজ করবে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি

পল্লী বিদ্যুৎ অ‌ফি‌সের কর্মকর্তা পরিচয়ে অর্থ আদায়, আটক: ২

বরগুনার আলো

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩  

সিরাজগঞ্জের তাড়াশে পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তা পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগে ফয়সাল আহম্মেদ (৩২) ও রাফেজুল রহমান রিফাত (৩০) নামের ২ ব্য‌ক্তি‌কে আটক করে থানায় দিয়েছেন এলাকাবাসী'।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর') বিকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামে এ ঘটনা ঘ‌টে।

আটককৃত দুই জনই তাড়াশ পৌর এলাকার মৃত সাদেক আলীর ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ (৩২), কেএম আনিছুর রহমানের ছেলে রাফেজুল রহমান রিফাত (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পু‌লিশ প‌রিদর্শক (ওসি') মো. শহিদুল ইসলাম।

পু‌লিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরের দিকে ওই দুই ব্য‌ক্তি  তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তা পরিচয়ে ঝুড়ঝুড়ি গ্রামের সাবেক ইউ‌পি সদস্য হায়দার আলী, আউয়াল সরকার, জাহের আলী আকন্দ, মোঃ আহম্মদ আলী, মোঃ আমিরুল ইসলামের বাড়িতে গিয়ে বিদ্যুৎ বিল কম করে দেওয়া, নাম পরিবর্তন, মিটার স্থানান্তরসহ বিভিন্ন বিদ্যুৎ সেবা প্রদানের নাম করে বিদ্যুৎ গ্রাহকের নিকট থেকে আ‌র্থিক অর্থ দাবি করেন।

এক পর্যায় তাদের গতিবিধি সন্দেহে হলে আটক করে তাড়াশ থানা খবর দেন গ্রামবাসী। খবর পেয়ে বিকা‌লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসেন।

এ দি‌কে পল্লীবিদ্যুৎ সমিতির ১ তাড়াশ জোনাল অফিসের সহকারী ম্যানেজার রাব্বুল হাসান বাদী হয়ে তাড়াশ থানায় বিদ্যুৎ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করেছেন। তি‌নি জানি‌য়ে‌ছেন, জোনাল অফিসের কর্মকর্তাদের নাম ও পদবী ব্যবহার করে তাড়াশ উপজেলার আওতায় বিভিন্ন এলাকায় একটি কুচক্রী মহল বিদ্যুৎ গ্রাহকের নিকট থেকে অর্থ আদায় করছে'। এরই প্রেক্ষিতে তাদের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়ে‌ছে।

এ প্রস‌ঙ্গে তাড়াশ থানার পু‌লিশ প‌রিদর্শক (ওসি') মো. শহিদুল ইসলাম ব‌লেন, আসামী দ্বয়কে জিজ্ঞাসাবাদ চলছে। বুধবার সকালে তাঁ‌দের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হবে।

বরগুনার আলো