• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরগুনার আলো
ব্রেকিং:
আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী : প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব সরকার ফুটবলের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে সরকার

মাসে ৩০ কোটি টাকা রাশিয়ায় পাচার, গ্রেফতার ৭

বরগুনার আলো

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩  

রাশিয়া থেকে নিয়ন্ত্রণিত অনলাইন জুয়ার সাইট 1xBet-এর ম্যানেজারসহ ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে সিআইডি। এ সময় তাদের কাছ থেকে ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও ৯টি এজেন্ট সিমসহ মোট ২২টি সিম জব্দ করা হয়েছে।

সম্প্রতি রাজধাধীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিআইডির একটি টিম তাদের গ্রেফতার করে।

গ্রেফতার জুয়াড়িরা হলেন:  সাইফ বিন ওহিদুল (বিপু) (৩০), মো. জামিল হোসেন (৪২), মো. রাসেল শেখ (২৩), মো. সাব্বির হোসেন (২২), মো. সোহাগ হোসেন (২৪), মাইনুদ্দিন শিকদার (ছোটন) (২৫), ও মো. ইমন হোসেন (২৩)।

সিআইডি জানায়, অনলাইন জুয়া খেলার জন্য আলাদা আলাদা বেটিং সাইট রয়েছে। এসব সাইটে প্রথমে একজন ব্যক্তিকে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনের পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া হয়। পরে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে একটি নির্দিষ্ট অঙ্কের ব্যালেন্স যোগ করতে হয়। ব্যালেন্স যুক্ত হলে একজন অ্যাকাউন্ট হোল্ডার পছন্দ অনুযায়ী  খেলতে পারেন।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানান, 1xBet-সহ বাংলাদেশে প্রচলিত যত বেটিং সাইট রয়েছে তার বেশির ভাগই রাশিয়া থেকে নিয়ন্ত্রণ করা হয়। তারা বিভিন্ন দেশে স্থানীয়ভাবে ম্যানেজার নিয়োগ দেয়। ম্যানেজার এজেন্ট হিসেবে বিশ্বস্তদের নিয়োগ দেয়। আবার জুয়ার এজেন্টরা অ্যাপ পরিচালনা করতে পারে এমন দক্ষ লোক নিয়োগ দেয়। 1xBet-এর বাংলাদেশি এক এজেন্ট হচ্ছে বরিশালের তারেক রহমান। তিনি সাইফ বিন ওহিদুল (বিপু)-কে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন।

পরে সাইফ বিন ওহিদুল মো. রাসেল শেখ, মো. সাব্বির হোসেন, মো. সোহাগ হোসেন, মাইনুদ্দিউদ্দিন শিকদার (ছোটন) ও মো. ইমন হোসেনকে নিয়োগ দেন। তারা বিপু ও তুহিনের জুয়ার চ্যানেলে লেনদেন ও অ্যাপ পরিচালনা করে থাকেন।

গ্রেফতার ব্যক্তিরা আরও জানান, অনলাইন জুয়া 1xBet-এর মাধ্যমে তারা প্রতিমাসে ২৫ থেকে ৩০ কোটি টাকা লেনদেন করেন। অনলাইন জুয়ার লেনদেনের সিংহভাগ ঠাকা দেশের বাইরে পাচার হচ্ছে। দেশের হাজার হাজার লোক অনলাইন জুয়ার সঙ্গে জড়িত হয়ে সর্বস্বান্ত হয়ে যাচ্ছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পল্টন মডেল থানার মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বরগুনার আলো