• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

উৎপাদন বৃদ্ধির বৈশ্বিক সূচকে শীর্ষ দশে বাংলাদেশ

বরগুনার আলো

প্রকাশিত: ২ অক্টোবর ২০২১  

বাড়ছে শিল্পোৎপাদন, কৃষিতেও সাফল্য অনেক। ধান, মাছ, আলু, আম উৎপাদনে বৈশ্বিক শীর্ষ দশে বাংলাদেশ। যদিও উৎপাদন খাতে দক্ষ জনবলের অভাব, উদ্ভাবন ও প্রযুক্তিগত দুর্বলতা এখনও বেশ প্রকট। এমন বাস্তবতায় ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা’ প্রতিপাদ্যে পালিত হচ্ছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। 

উৎপাদনশীলতা বাড়াতে সরকারের হাতে ১০ বছর মেয়াদী মহাপরিকল্পনা। বছরে গড়ে ৫ দশমিক ৬ শতাংশ হারে উৎপাদনশীলতা বাড়াতে চায় সরকার।  

অগ্রগতির চিত্রও আশাব্যঞ্জক। এই মুহূর্তে ১৫টি খাতে বাংলাদেশের অর্জন তাক লাগানো। গেল বছরই ৩ কোটি ৪৬ লাখ টন চাল উৎপাদনের মাধ্যমে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে তৃতীয়স্থানে বাংলাদেশ। 

তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয়। গেল অর্থবছরে সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি ১৫ শতাংশের বেশি। 

বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাছির বলেন, ‘অদম্য, অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ এগিয়ে চলেছে। এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমাদের দীর্ঘদিনের যে ডিমান্ড, সেটা হলো ইটস অব ডুইং বিজনেস। সেই জায়গায় আমাদেরকে যেন একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়।’

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয়। আর উৎপাদন বৃদ্ধিতে দ্বিতীয়।

পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় হলেও রপ্তানিতে ধরে রেখেছে প্রথমস্থানে। আভাস মিলছে, সোনালী দিনে ফেরার।

অন্যদিকে, গবাদিপশু উৎপাদনে বাংলাদেশ এখন অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। উৎপাদন বৃদ্ধির বৈশ্বিক সূচকে বাংলাদেশ শীর্ষ দশে। 

আর সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়। আর আলু উৎপাদনে ষষ্ঠ। 

অর্থনীতিবিদরা বলছেন, উৎপাদনশীলতা বৃদ্ধিতে মানুষের কর্মদক্ষতা বাড়াতে হবে। কৃষি ও শিল্পে ঘটাতে হবে প্রযুক্তিগত উন্নয়ন।

অর্থনীতিবিদ ড. মনজুর হোসাইন বলেন, ‘উৎপাদনশীলতা বাড়ানোর জন্য মূলত ফার্মগুলোতে একসেস টু ফাইন্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাতে করে তারা বিনিয়োগ করতে পারে ইনোভেসন্সে, স্কিল ডেভেলপমেন্টে এবং মার্কেট একসেস যেগুলো দ্বারা ইন্টারন্যাশনাল মার্কেটে যেতে পারে। সেই জায়গাগুলোতে সরকারের এবং বেসরকারি সেক্টরের আরও কাজ করার সুযোগ আছে।’

এদিকে, ইলিশ উৎপাদনে বিশ্বের বাংলাদেশ প্রথম, কাঁঠালে দ্বিতীয়, আম ও পেয়ারায় অষ্টম স্থানে। 

বরগুনার আলো