• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

মাথা গোঁজার ঠাঁই পেলো ২১২ অসহায় পরিবার

বরগুনার আলো

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২  

জামালপুরের বকশীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪২ টি পরিবার, দ্বিতীয় পর্যায়ে ৫০ টি পরিবারের পর নতুন করে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সরকারি ঘর পাচ্ছেন আরো ২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এতে করে তিন বারে মাথা গোঁজার ঠাঁই পেলেন ২১২ টি অসহায় পরিবার। 

বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এরই মধ্যে তৃতীয় পর্যায়ের ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। ঈদের আগেই এসব পরিবারকে ঈদ উপহার হিসেবে ঘরের চাবি বুঝিয়ে দেয়া হবে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা সার্বিকভাবে ঘর নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রতিনিয়ত দেখভাল করে যাচ্ছেন। তার নেতৃত্বেই বাছাই হয়েছে বিভিন্ন ইউপির ভূমিহীনদের। বেছে বেছে তিনি ছিন্নমূল পরিবারকেই জায়গা করে দিয়েছেন প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরে।

খোঁজ নিয়ে জানা গেছে, ‌‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগান নিয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণির ভূমিহীন অর্থাৎ যাদের জমিও নেই ঘরও নেই তাদের পুনর্বাসনের জন্য নতুন করে ২০ টি পরিবারের জন্য গৃহ নির্মাণ করা হয়েছে। এরইমধ্যে ঘর গুলো নির্মাণ কাজ শতভাগ হয়েছে। 

২ শতাংশ খাস জমিতে দুই লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয়ে স্থায়ীত্ব ও টেকসই করার লক্ষ্যে নতুন ডিজাইনে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। এবার নিলক্ষিয়া ইউনিয়নে ১০ টি, ধানুয়া কামালপুর ইউনিয়নে ৪ টি, বগারচর ইউনিয়নে ৫ টি,বাট্টাজোড় ইউনিয়নে ১ টি ঘর নির্মাণ করা হয়েছে। 

এরই মধ্যে এসব ঘরের উপকারভোগীদের নির্বাচন সম্পন্ন করেছেন উপজেলা প্রশাসন। যাদের নির্বাচন করা হয়েছে চাবি হস্তান্তরের আগেই সেসব পরিবারের মুখে হাঁসি ফুটেছে। তাদের মতে যাদের নুন আন্তে পান্তা ফুরায় তাদের ভাগ্যে বিল্ডিং ঘরে থাকার সোভাগ্য হবে সেটা কখনো কল্পনায় ছিল না।

জামালপুর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মজনুর রহমান ঘর গুলোর নির্মাণ কাজ পরিদর্শন করেন ও তদারকি করেছেন। তারা ঘর নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত ঘরগুলো পরিদর্শন করার পাশাপাশি উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, সরকারের দেওয়া নির্দেশনা মোতাবেক ঘর গুলোর নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরের আগেই উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া গৃহহীনদের জন্য নির্মাণ করা ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বুঝিয়ে দেয়া হবে। 

বরগুনার আলো