• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

অষ্টগ্রামে ১৭৭ কোটি টাকায় সেতু নির্মাণ করবে সরকার

বরগুনার আলো

প্রকাশিত: ২৩ জুন ২০২২  

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মেঘনা নদীর ওপর ১ হাজার মিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ পেয়েছে তমা কন্সট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড।

বুধবার (২২ জুন) বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, অষ্টগ্রামে মেঘনা নদীর ওপর ১ হাজার মিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ তমা কন্সট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের কাছ থেকে ১৭৭ কোটি ২৩ লাখ ৫১ হাজার ১০৮ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

‘স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এ সেতু নির্মাণ করা হবে।’

অতিরিক্ত সচিব জানান, সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) `উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের পরামর্শক হিসেবে দায়িত্ব পেয়েছে স্পেনের ইপটিসা সার্ভিসেস ডি ইঞ্জিনিয়ার এস এল, বাংলাদেশের অ্যাকোয়া কনসালটেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড ও কেএস কনসালট্যান্টস লিমিটেড। এ প্রতিষ্ঠানগুলোর ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৪ কোটি ৫৮ লাখ ১৯ হাজার ৯৩০ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

‘বৈঠকে একই প্রকল্পের আওতায় দ্বিতীয় প্রস্তাবে ইপটিসা সার্ভিসেস ডি ইঞ্জিনিয়ার এস এল ও বাংলাদেশের কেএস কনসালট্যান্টস লিমিটেডের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৪ কোটি ৯২ লাখ ৫৫ হাজার ১৯৬ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়া তৃতীয় প্রস্তাবে প্রতিষ্ঠান দুটিকে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৪ কোটি ৯১ লাখ ৭৩ হাজার ৩৫ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবটি হলো- কক্সবাজার জেলা ছাড়া সারাদেশে বিনামূল্যে যক্ষ্মা রোগের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় তিন প্রকার ফার্স্টলাইন অ্যান্টি-টিবি ড্রাগস (এফএলডি) এসিআই হেলথকেয়ার লিমিটেডের কাছ থেকে ক্রয়।

এসিআই হেলথকেয়ার লিমিটেড এফএলডি উৎপানকারী একমাত্র দেশীয় প্রতিষ্ঠান।

বরগুনার আলো