• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

চালু হওয়ার আগেই ইতিহাস গড়ল মাতারবাড়ি বন্দর

বরগুনার আলো

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২  

বন্দর হিসেবে গড়ে ওঠার আগেই পণ্যবাহী একশ জাহাজ ভিড়ল বহুল আলোচিত মহেশখালীর মাতারবাড়ি বন্দরে। আগামী তিন বছরের মধ্যে পুরোদমে কার্যক্রম শুরু হলে এই বন্দর প্রতিবেশী দেশগুলোর জন্য বাণিজ্যিক প্রাণকেন্দ্র হয়ে উঠবে বলে আশা ব্যবসায়ীদের।

চট্টগ্রাম বন্দরের পাইলট বহির্নোঙর থেকে পরিচালনা করে আনা পানামার পতাকাবাহী জাহাজ এমভি হোসি ফরচুনকে মহেশখালী মাতারবাড়ি বন্দরের জেটিতে ভেড়ায়। আর এর মাধ্যমে নতুন মাইলফলক অর্জন করে বহুল আলোচিত এই বন্দর। মূলত বন্দর হিসেবে গড়ে ওঠার আগেই পণ্যবাহী একশ জাহাজ ভেড়ার ইতিহাস তেমন কোনো বন্দরের নেই। বিদ্যুৎকেন্দ্রের কাজে ব্যবহারের জন্য চীন থেকে প্রায় ৫৭৩ মেট্রিক টন পণ্য আনা হয়েছে জাহাজটিতে করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, 'যেভাবে মাতারবাড়ির কার্যক্রম চলছে, আশা করি আগামী ২০২৪-২৫ সালের মধ্যে আমরা মাতারবাড়িকেও চট্টগ্রাম বন্দরের মতো এক কর্মযজ্ঞময় বন্দর হিসেবে দেখতে পাব।'
 
সাগর থেকে ড্রেজিংয়ের মাধ্যমে আনা মাটিতেই মহেশখালীর মাতারবাড়িতে গড়ে উঠছে ১ হাজার ৩৬০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। এই বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার জন্য প্রয়োজন স্বতন্ত্র জেটির। কিন্তু জেটি হওয়ার আগেই বিদ্যুৎকেন্দ্রের মালামাল আসতে শুরু করায় জাহাজ ভেড়াতে হয় এখানেই। ২০২০ সালের ২৯ ডিসেম্বর প্রথম জাহাজ হিসেবে বার্থিং করেছিল পানামার পতাকাবাহী জাহাজ এমভি ভেনাস ট্রায়াম্প। অবশ্য সেখানকার নির্মাণাধীন দ্বিতীয় জেটিতেও গত বছরের ১৫ জুলাই জাহাজ ভেড়ানো হয়।
 
সাইফ মেরিটাইম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবদুল্লাহ জহির বলেন, 'আমরা যদি বড় জাহাজ মাতারবাড়ি বন্দরে ভেড়াতে পারি, তাহলে প্রতি ইউনিটে খরচ কমে যাবে। এতে দেশে আমদানি ব্যয়ও কমে আসবে।'
 
জাইকার সহযোগিতায় এই মাতারবাড়ি বন্দরের কাজ চলছে। ২০২৫ সালের মধ্যে এই বন্দরের কার্যক্রম শুরু হলে যেকোনো আকৃতির জাহাজ এই বন্দরে প্রবেশ করে পণ্য খালাস করতে পারবে, যা চট্টগ্রাম বন্দরের পক্ষে সম্ভব নয়।

ইতোমধ্যে ড্রেজিংয়ের মাধ্যমে অন্তত ১৬ মিটার গভীরতা ও ৩৫০ মিটার প্রস্থের নতুন একটি চ্যানেল খনন করা হয়েছে। এই চ্যানেল দিয়ে গত ১৯ মাসে ১০০টি জাহাজের মাধ্যমে ১ লাখ ১৭ হাজার মেট্রিক টন পণ্য হ্যান্ডলিং করে চট্টগ্রাম বন্দর মাশুল আদায় করেছে দুই কোটি টাকার বেশি।

বরগুনার আলো