• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্রের নতুন ইউনিট চালু আগামী মাসে

বরগুনার আলো

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২  

প্রয়োজনীয় গ্যাস সরবরাহের অভাবে পিছিয়েছে দেশের অন্যতম পাওয়ার প্লান্ট আশুগঞ্জ তাপ বিদ্যুতকেন্দ্রের ৪শ’ ২০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের (পূর্ব) উৎপাদন প্রক্রিয়ার কাজ। চলতি মাসের শেষদিকে আধুনিক প্রযুক্তিনির্ভর কম গ্যাসে বেশি উৎপাদনকারী ইউনিটটি চালু হওয়ার কথা ছিল। তবে গ্যাস সরবরাহের অভাবে কাজ কিছুটা পিছিয়ে গেলেও কর্তৃপক্ষ আশা করছে আগামী মাসের মাঝামাঝি সময়ে এটি চালু হবে। এটি চালু হলে জাতীয় গ্রিডে এই উৎপাদিত বিদ্যুত যোগ হওয়ার কথা জানিয়েছেন তাপ বিদ্যুতকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান।

সূত্র জানায়, চলতি মাসের শেষদিকে আধুনিক প্রযুক্তিনির্ভর কম গ্যাসে বেশি উৎপাদনকারী ইউনিটটি চালু হওয়ার কথা ছিল। প্রয়োজনীয় গ্যাস না মেলায় সময়মতো কমিশনিং কাজ করা যায়নি। সে কারণে কমিশনিং কাজও পিছিয়ে যায়।

দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে রেশনিংয়ের মাধ্যমে পাওয়া গ্যাসে তাদের কমিশনিং কাজ শুরু হয়েছে। অক্টোবর মাসের মাঝামাঝিতে প্লান্টটি উৎপাদনে যেতে পারবে। জার্মানির সিমেন্স প্রযুক্তিনির্ভর এ প্লান্ট চালু হলে দেশের বিদ্যুত খাতে সমস্যা কিছুটা মিটে যাবে এবং উৎপাদিত বিদ্যুত জাতীয় বিদ্যুত গ্রিডে যোগ হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অত্যাধুনিক প্রযুক্তির আশুগঞ্জ ৪শ’ মেগাওয়াট কম্বাইন্ড সাইেকেল পাওয়ার প্লান্ট (পূর্ব) স্থাপনে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে  চুক্তিবদ্ধ হয় বাংলাদেশ সরকার। এডিবি ও আইডিবির অর্থায়নে ওই বছরের জুন মাস থেকে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। এর ব্যয় ধরা হয়েছে একশ’ ৭৭ মিলিয়ন ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ১৬শ’ কোটি টাকা। এই প্রকল্পটি শেষ হলে জাতীয় গ্রিডে যোগ হবে অন্তত ৪শ’ ২০ মেগাওয়াট বিদ্যুত। এতে আশুগঞ্জ তাপ বিদ্যুতকেন্দ্র থেকেই নতুন (পূর্ব) প্লান্টসহ সব মিলিয়ে ১৮শ’ মেগাওয়াট বিদ্যুত জাতীয় বিদ্যুত গ্রিডে যোগ হবে।

বরগুনার আলো