• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের গতিশীলতায় জলবায়ুর প্রভাব: ৫ পরামর্শ প্রধানমন্ত্রীর মোহাম্মদ হানিফ তাঁর কর্মের মাধ্যমে জনগণের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন : রাষ্ট্রপতি

দেশের অর্ধেক জেলা সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীনমুক্ত

বরগুনার আলো

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩  

দেশের অর্ধেক জেলা এখন সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীনমুক্ত। মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে ১১টি জেলার সব ভূমি ও গৃহহীনকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে জমিসহ ঘর নির্মাণ করে তা হস্তান্তর করেছেন। এর ফলে দেশের ৩২টি জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হয়েছে।

পাশাপাশি দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৩৯৪টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। এর আগে বিভিন্ন সময়ে ২১টি জেলা ও ৩৩৪টি উপজেলাকে সম্পূর্ণরূপে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় প্রথম পর্যায়ে পঞ্চম ধাপে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ভূমিসহহ ৫ হাজার ৩৯৭টি ঘর হস্তান্তর করেন। গণভবন থেকে দেশের বিভিন্ন স্থানে ভার্চুয়ালি যুক্ত করে তিনি এসব ঘর হস্তান্তর করেন।

এদিন প্রধানমন্ত্রী দেশের ৬৪টি জেলার মধ্যে ২৮টি জেলার ৬০টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন। এ সময় ১১টি জেলা সম্পূর্ণরূপে গৃহহীন ও ভূমিহীন ঘোষিত হয়।

ভূমিহীন ও গৃহহীনমুক্ত ৩২টি জেলা হলো, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, পিরোজপুর, ঝালকাঠী, পটুয়াখালী, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, কিশোরগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও মৌলভীবাজার।

এর আগে প্রধানমন্ত্রী গত বছর ২১ জুলাই পঞ্চগড় ও মাগুরা জেলাকে সম্পূর্ণরূপেসহ দেশের ৫২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন। এ বছর ২২ মার্চ সাত জেলার সব উপজেলাসহ সারা দেশের ১৫৯ উপজেলা এবং গত ৯ আগস্ট ১২টি জেলাসহ ১২৩টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন সরকারপ্রধান।

বরগুনার আলো