• বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৬ ১৪৩০

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
মহামারী ঠেকাতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী কলম্বিয়া ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী বিশ্ব শান্তিতে বাংলাদেশ ও শেখ হাসিনা জাতিসংঘে এখনও নারী মহাসচিব হননি, আক্ষেপ শেখ হাসিনার বৈশ্বিক অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএইএ`র মহাপরিচালকের বৈঠক বাংলাদেশ কখনও ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি : প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে দ্রুত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এবার বাড়তি গুরুত্ব পাচ্ছে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ভোট দিলে এদিকে না দিলে ওদিকে দেশে কোনো মানুষ দরিদ্র থাকবে না: শেখ হাসিনা মানুষ যেন ভোট দেয়, সেই পরিবেশ তৈরি করুন- প্রধানমন্ত্রী আবারও ক্ষমতায় এলে দেশে কাঁচা রাস্তা থাকবে না: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সংকটেও দেশে খাদ্য নিরাপত্তা সুরক্ষিত : প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে বাংলাদেশে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপির আমলে দেশের অর্থনীতি মন্দার কবলে পড়েছিল: প্রধানমন্ত্রী বিএনপি সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতি মন্দার কবলে পড়েছিল

খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজ ২০ থেকে ৪০ টাকা

বরগুনার আলো

প্রকাশিত: ৭ জুন ২০২৩  

অস্বাভাবিক দাম বৃদ্ধি, আমদানির খবরে কয়েকদিন স্থবির হয়ে পড়া খাতুনগঞ্জের পেঁয়াজের বাজার চাঙা হয়েছে। ভারতের পেঁয়াজ বাজারে ঢোকায় দাম কমেছে দেশি পেঁয়াজের।

তার ওপর ট্রাকে পরিবহনকালে পচে গলে যাওয়া ভারতীয় পেঁয়াজ ২০-৩০ টাকায় বিক্রি হওয়ায় রিকশাভ্যানে ভাসমান বিক্রেতা ও হোটেলগুলো দেদারসে কিনছেন পেঁয়াজ। তবে পাবনার বেপারিরা লোকসানে মাথায় হাত দিয়েছেন। বুধবার (৭ জুন) খাতুনগঞ্জের চিত্র ছিল এমনটি।

পাবনা থেকে দুইদিন আগে এক গাড়ি পেঁয়াজ আনেন মো. বাচ্চু। মণ ৩৬০০ টাকা কেনা তার। খাতুনগঞ্জে পৌঁছাতে কেজিতে ৯২ টাকা পড়েছে। কিছু ৭০-৮০ বিক্রি হয়েছে। আজ দর হচ্ছে ৪০-৪৫ টাকা। এবার কেজিতে ৪০ টাকা লোকসান। এক গাড়িতে ১৩ টন।  

তিনি বলেন, এলসি আসবে আসবে বলে দেরিতে আসায় বেপারিরা গৃহস্থদের কাছ থেকে কিনেছে। এখন লোকসান হচ্ছে।

পাবনার আতাইকুলার বেপারি মো. আবুল কালাম জানান, পাবনার বেড়া থেকে কিনেছি ৮৫ টাকা। গাড়িভাড়াসহ ৯০ টাকা। এখন খাতুনগঞ্জে  ৪৮-৫২-৫৩ টাকা বিক্রি হচ্ছে। কেজিতে ৪০ টাকা লোকসান। আমরা ধীরে ধীরে লাভ করেছি এখন একসঙ্গে সব লোকসান হয়ে গেছে। কিন্তু কৃষক লাভবান হয়েছে। ২৬ বছর ব্যবসা করছি পেঁয়াজের। এতবড় লোকসানে পড়িনি।

একে ট্রেডার্সের মালিক আনোয়ার হোসেন বলেন, দেশি পেঁয়াজ দেখতে ভালো। কিন্তু ভারতের পেঁয়াজ কম দাম হওয়ায় দেশি পেঁয়াজের দাম কমেছে। আজ দেশি পেঁয়াজ বিক্রি মানভেদে ৫০-৫৩ টাকা।

সৌমিক ট্রেডার্সে কিছু ভারতীয় পচা পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। মোহাম্মদীয়া বাণিজ্যালয়ে পাটের চটের বস্তায় ভালো মানের ভারতীয় পেঁয়াজ ৫০ টাকা বিক্রি হচ্ছে।

আবদুল মাবুদ খান সওদাগরের ম্যানেজার নজরুল ইসলাম জানান, ভারতীয় পেঁয়াজ মানভেদে ২০ টাকা থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে। কিছু পেঁয়াজ পচে গেছে। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে ফ্যানের নিচে রেখেও পচনের হাত থেকে রক্ষার সুযোগ নেই। ভারতের পেঁয়াজের দাম নির্ধারণ করা কঠিন। যে দামে পারছেন বিক্রি করে দিচ্ছেন। 

বরগুনার আলো