• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরগুনার আলো
ব্রেকিং:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এ সহিংসতা: প্রধানমন্ত্রী সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৫৬.৩২

বরগুনার আলো

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৫৬.৩২ শতাংশ। মঙ্গলবার (২৩ মে) রাত ৯টার দিকে এ ফলাফল প্রকাশ করা হয়।

বি ইউনিটে সর্বোচ্চ নম্বর ৯৩.২৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে সিসরাত জাহান। অন্যদিকে ৯০ এর ওপরে নম্বর পেয়েছেন দুইজন, ৮০ নম্বরের ওপরে পেয়েছেন ১০৩ জন, ৭৫ নম্বরের ওপরে পেয়েছেন ৩৪৫ জন, ৭০ নম্বরের ওপরে পেয়েছেন ৯৯১ জন।

এছাড়া ৬৫ নম্বরের ওপরে পেয়েছেন দুই হাজার ৩৩৩ জন, ৬০ নম্বরের ওপরে পেয়েছেন চার হাজার ৮৪১ জন, ৫৫ নম্বরের ওপরে পেয়েছেন আট হাজার ৯৮৫ জন, ৫০ নম্বরের ওপরে পেয়েছেন ১৪ হাজার ৯৭০ জন, ৪৫ নম্বরের ওপরে পেয়েছেন ২২ হাজার ৫৮৩ জন, ৪০ নম্বরের ওপরে পেয়েছেন ৩১ হাজার ৭৩৬ জন, ৩৫ নম্বরের ওপরে পেয়েছেন ৪২ হাজার ৪৫ জন এবং পাস মার্ক ৩০ এর ওপরে পেয়েছেন ৫৩ হাজার ২৯৬ জন পরীক্ষার্থী।

এছাড়া এবারের বি ইউনিটের সাত শিক্ষার্থীর পরীক্ষার খাতা বাতিল করা হয়েছে।

গুচ্ছের এই ইউনিটে মোট আবেদন করেছিলেন ৯৬ হাজার ৪৩৪ জন ভর্তিচ্ছ শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯৪ হাজার ৬৪১ জন, অনুপস্থিত ছিল এক হাজার ৭৯৩ জন। পাসের হার ৫৬.৩২ শতাংশ এবং অকৃতকার্য হয়েছে ৪৩.৬৮ শতাংশ।

উল্লেখ্য, আগামী ২৭ মে বাণিজ্য (সি ইউনিট) এবং ৩ জুন বিজ্ঞানের (এ ইউনিটের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বরগুনার আলো