• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৮ ১৪৩০

  • || ১১ জ্বিলকদ ১৪৪৪

বরগুনার আলো
ব্রেকিং:
মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন অর্থনীতিকে প্রাণবন্ত রাখার সর্বাত্মক চেষ্টা করছি: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট বাজেট পেশ আজ অসংক্রামক রোগের ক্ষেত্রে মহামারি সৃষ্টি করছে তামাক: প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইডেনের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী মুসলমানরা কেন পিছিয়ে পড়ল তা বিশ্লেষণ করা প্রয়োজন এবারের বাজেট ৭ লাখ কোটি টাকা: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ সংঘাত নয়, আলোচনায় সমাধান চাই: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আহ্বান প্রধানমন্ত্রীর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও চীনের আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির ২০০৮ সালের নির্বাচনের পর থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আমরা আর অশান্তি-সংঘাত চাই না, সবার উন্নতি চাই: শেখ হাসিনা শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে: রাষ্ট্রপতি এশিয়ার ‘আয়রন লেডি’ শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী

উবারে এক নামকরা সাংবাদিক আমার গায়ে হাত দিয়েছে: প্রভা

বরগুনার আলো

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩  

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বলেছেন, এক নামকরা সাংবাদিক কোনো একদিন উবারে বসে তার গায়ে হাত দিয়েছিলেন।শনিবার (১ এপ্রিল) অভিনয় শিল্পী সংঘ আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন খুলে কথা বলেন প্রভা।

ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া একটি তিক্ত ঘটনার পর যথেষ্ট খেসারত দিতে হয়েছে এ অভিনেত্রীকে। যদিও মানসিকভাবে শক্ত থাকার কারণে হারিয়ে যাননি তিনি। ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। তবে গণমাধ্যমের সঙ্গে সম্পর্কটা শীতলই ছিল তার।

অভিনয় শিল্পী সংঘ আয়োজিত অনুষ্ঠানে এসে ভালো লাগা কাজ করছে উল্লেখ করে প্রভা বলেন, ‘এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি গ্রেটফুল অ্যাসোসিয়েশনের কাছে।’

সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সময়ে ঘটা কিছু কথা তুলে ধরেন প্রভা। তিনি বলেন, ‘ডিভোর্সের পেপার যখন আমি ফাইল করি তখন আমার বাবা মাকে জানাচ্ছিলাম এই জিনিসটা তো আমার পাওনা। আমি কেন পাব না? এটা তো ঠিক হচ্ছে না। আমি ধর্মীয়ভাবে কিংবা আইনগত ভাবেও তো এটা পাই। সবকিছুই করতে পারতাম সাংবাদিকরা যদি আমাকে সাহায্য করতেন। আপনাদের সাথে আমার এই দূরত্বটা কেন আমাকে একটু বলবেন?’
 
প্রভা বলেন, একজন জার্নালিস্ট আমি সেদিন উবার নিয়েছি, আমার গাড়ি ছিল না, ভাই মানুষ, সে আমার পাশে বসলো। বললো আপু আমাকে এয়ারপোর্টের সামনে নামিয়ে দাও।

‘কথা বলতে বলতে সে আমার পায়ে হাত রাখছে। আমার কোনো কলিগ আমার পায়ে হাত রাখবে না। আমি তখন তাকে সঙ্গে সঙ্গে বললাম তুমি আমার গায়ে হাত দিয়েছ কেন। সে সরি বলল। সে ভাবছে আমি তার ফ্রেন্ড। ফ্রেন্ড হলেও তো আমাদের মধ্যে একটা লিমিটেশন আছে।’
 
তিনি বলেন, সেদিন সে আমাকে সরি বলছে। বেশ নামকরা জার্নালিস্ট। এরপরে আমি তার খবর জানি না। তবে নিশ্চয় সে কিন্তু তার ভুলটা রিয়েলাইজ করেনি। তার মনের মধ্য ক্ষোভ ছিল। সেটা কোনো না কোনোভাবে প্রকাশ করেছে। তাহলে আমি কীভাবে আপনাদের সঙ্গে আন্তরিক হব।
 
প্রভা বলেন, ‘কিছুদিন আগে সামাজিক মাধ্যম থেকে আমি জানিয়েছি আপনারা আমার সাথে কথা না বলে নিউজ করবেন না। আমরাও তো চেষ্টা করি ধর্মীয় রীতি পালন করতে। যেমন রোজার সময় আমাদের মন নরম থাকে। সেসময় প্রত্যেকেরই উচিত কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাওয়া। সেসময় আমি এটা নিয়ে গুছিয়ে একটি স্ট্যাটাস দেই ক্ষমা চেয়ে। এরপরই আমার কানে আসে, নিউজ হয়ে গেছে, অবশেষে সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা। আমি কেন ক্ষমা চাইতে যাব? ক্ষমা তো এই সোসাইটির আমার কাছে চাওয়া উচিত বলে আমি মনে করি।’

তিনি বলেন, ‘এরপর অনেকে বলেছেন আমি আসলে সাবার মনযোগ চাই। সে কারণেই এরকম স্ট্যাটাস দেই। এটা আমার সাথে প্রতিনিয়ত করা হচ্ছে। আমার সাথে কোনো ভাবেই এত অন্যায় হওয়া সত্ত্বেও কোনো প্রতিবাদ জানাতে পারি না।’

সবশেষে প্রভা সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এমন আয়োজন করার জন্য। সেইসঙ্গে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।

বরগুনার আলো