• শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৭ ১৪৩০

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
মহামারী ঠেকাতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী কলম্বিয়া ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী বিশ্ব শান্তিতে বাংলাদেশ ও শেখ হাসিনা জাতিসংঘে এখনও নারী মহাসচিব হননি, আক্ষেপ শেখ হাসিনার বৈশ্বিক অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএইএ`র মহাপরিচালকের বৈঠক বাংলাদেশ কখনও ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি : প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে দ্রুত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এবার বাড়তি গুরুত্ব পাচ্ছে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ভোট দিলে এদিকে না দিলে ওদিকে দেশে কোনো মানুষ দরিদ্র থাকবে না: শেখ হাসিনা মানুষ যেন ভোট দেয়, সেই পরিবেশ তৈরি করুন- প্রধানমন্ত্রী আবারও ক্ষমতায় এলে দেশে কাঁচা রাস্তা থাকবে না: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সংকটেও দেশে খাদ্য নিরাপত্তা সুরক্ষিত : প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে বাংলাদেশে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপির আমলে দেশের অর্থনীতি মন্দার কবলে পড়েছিল: প্রধানমন্ত্রী বিএনপি সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতি মন্দার কবলে পড়েছিল

‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে তোলপাড় ভারত, কী আছে এই সিনেমায়

বরগুনার আলো

প্রকাশিত: ৩ মে ২০২৩  

বছর খানেক আগের কথা। ২০২২ সালের মার্চে মুক্তি পায় হিন্দি ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। সেখানে দেখানো হয়, কীভাবে কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের ওপর মুসলমানরা নির্যাতন চালিয়ে উৎখাত করেছিল। ছবিটি মুক্তির পর ভারতজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। কারণ অনেকের মতে, ছবিটি এক পক্ষের দৃষ্টিকোণ থেকে বানানো হয়েছে।  

বছর ঘুরে ফের একই পরিস্থিতি! এবারের ছবি ‘দ্য কেরালা স্টোরি’। আগামী ৫ মে এটি মুক্তি পাচ্ছে। তবে তার আগেই ছবিটি নিয়ে গোটা ভারত তোলপাড়। রাজনীতির মঞ্চ থেকে ভারতের সুপ্রিম কোর্ট, সবখানেই ছবিটি নিয়ে চলছে আলোচনা।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ছবির বিপক্ষে মন্তব্য করেছেন। তার ভাষ্য, ‘ধর্মনিরপেক্ষ রাজ্যকে সন্ত্রাসবাদের রাজধানী হিসেবে তুলে ধরাই সিনেমাটির নির্মাতার আসল উদ্দেশ্য। এর পেছনে রয়েছে ভোটের রাজনীতি। এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে।’

এ রাজ্যের কংগ্রেস নেতা ভি ডি সতীশনের দাবি “দ্য কেরালা স্টোরি’ নামের সিনেমায় ৩২ হাজার নারীর ধর্মান্তরণ এবং পরে তাদের আইএসে যোগ দেওয়ার তথ্য সম্পূর্ণ ভুল। এই ছবি প্রদর্শনের অনুমতি যেন দেওয়া না হয়। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, এই সিনেমা তৈরির উদ্দেশ্য কী।”

‘দ্য কেরালা স্টোরি’ ছবিটির মুক্তি আটকাতে ভারতের সুপ্রিম কোর্টে পর্যন্ত আবেদন করা হয়েছে। তবে মঙ্গলবার (২ মে) সেই আবেদন খারিজ করেছেন আদালত। বলা হয়েছে, সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। সুতরাং এর মুক্তি আটকাতে হলে সেন্সরে আবেদন করতে হবে। আদালত সেই প্ল্যাটফর্ম নয়।

প্রশ্ন হলো, কী আছে এই সিনেমায়, যার কারণে এমন হুলস্থুল অবস্থা তৈরি হয়েছে? গত ২৬ এপ্রিল ‘দ্য কেরালা স্টোরি’র ট্রেলার প্রকাশ হয়েছে। সেটা থেকে ছবির গল্প সম্পর্কে ধারণা পাওয়া গেছে।

the kerala story 3

‘দ্য কেরালা স্টোরি’র ট্রেলারের একটি দৃশ্য এতে বলা হয়, কেরালা থেকে ৩২ হাজার হিন্দু ও খ্রিস্টান নারীকে গুম করা হয়েছে এবং তাদেরকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে জঙ্গি সংস্থা আইএস-এ যুক্ত করা হয়েছে। এই প্রক্রিয়ায় নারীদের ওপর তীব্র শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছিল।

ঘটনা পুরোপুরি মিথ্যা নয়, কিন্তু বিপত্তি বেধেছে সংখ্যায়। ২০১৯ সালে দ্য অবসার্ভার রিসার্চ ফাউন্ডেশন এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে ৬০-৭০ জন নারী ধর্মান্তরিত হয়ে আইএস-এ যোগ দিয়েছিল। অন্যদিকে ভারত সরকারের তথ্য অনুযায়ী, এই নারীদের সংখ্যা ১০০-২০০ জনের মধ্যে।

কিন্তু ছবিটির ট্রেলারের শুরুতেই লেখা হয়েছে, ‘এই ছবি অনেকগুলো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত’। অথচ ছবির গল্পে দেখানো হয়, ৩২ হাজার নারীকে ধর্মান্তরিত করা হয়েছে। যা বাস্তবতার ধারেকাছেও নেই! এ কারণেই বিতর্কের অগ্নুৎপাত।

এদিকে ট্রেলারটি প্রকাশের পর ভারতের মুসলিম ইয়ুথ লিগের প্রধান পি. কে. ফিরোজ ঘোষণা দিয়েছেন, নির্মাতারা যদি এই ছবির ঘটনা সত্য প্রমাণ করতে পারেন, তাহলে ১ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে।

এছাড়া কে. নাজীর হুসাইন নামের এক ব্লগার ঘোষণা দিয়েছেন, যদি কেউ ছবির গল্পের সত্যতার প্রমাণ দিতে পারেন, তাহলে তাকে ১০ লাখ রুপি দেবেন। আইনজীবী ও অভিনেতা শুক্কুর বলেছেন, তিনি ১১ লাখ রুপি দেবেন। এরকম আরও অনেকেই প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে।

এত এত অভিযোগ-সমালোচনার বিপরীতে ছবিটির নির্মাতা সুদীপ্ত সেন বলেছেন, ‘মাসের পর মাস বিষয়টি নিয়ে পড়াশোনা করে ছবিটি বানিয়েছি। নির্যাতিতদের সঙ্গে কথা বলার পর আমার ধারণা বদলে গিয়েছিল।’

অন্যদিকে ছবির প্রযোজক বিপুল শাহর দাবি, ‘কেরালা রাজ্যের বিরুদ্ধে এই সিনেমায় কিছুই দেখানো হয়নি। এখানে জঙ্গিদের টার্গেট করা হয়েছে, মুসলমান নয়।’

উল্লেখ্য, ‘দ্য কেরালা স্টোরি’তে অভিনয় করেছেন আদাহ শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিধি ইদনানি প্রমুখ।

বরগুনার আলো