• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বানরের অণ্ডকোষ মানবদেহে প্রতিস্থাপন করেছিলেন এই চিকিৎসক

বরগুনার আলো

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩  

লন্ডনে ১৯২৩ সালে আয়োজিত ইন্টারন্যাশনাল কংগ্রেস অব সার্জেন-এ দাঁড়িয়ে একের পর এক ছবি দেখাচ্ছিলেন সার্জ ভোরোনফ। শোনাচ্ছিলেন অবিশ্বাস্য সব গল্প। তার কথা শুনে বিস্মিত হয়ে পড়েছিলেন সভায় উপস্থিত শত শত চিকিৎসক।

বিশ্বের নানা প্রান্ত থেকে অন্তত ৭০০ বিশেষজ্ঞ চিকিৎসক হাজির হয়েছিলেন লন্ডনের ওই সভায়। তাঁদের সামনেই নিজের আবিষ্কার এবং কীর্তির নজির তুলে ধরেছিলেন ভোরোনফ।

ফরাসি চিকিৎসক ভোরোনফের জন্ম রাশিয়ায়। চিকিৎসা বিজ্ঞান নিয়ে তিনি নানা পরীক্ষা-নিরীক্ষা করতেন। জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন পরীক্ষা-নিরীক্ষায়। যার মধ্যে কিছু সফল হয়েছে, কিছু ব্যর্থ। মূলত মানবদেহে গ্রন্থি প্রতিস্থাপনের জন্য আলোচনায় উঠে এসেছিলেন ভোরোনফ। তার দাবি ছিল, এ ধরনের প্রতিস্থাপনের পর মানুষের বয়স কমে যায় হু হু করে। গ্রন্থি প্রতিস্থাপনে নিশ্চিত সুফলের প্রতিশ্রুতিও দিয়েছিলেন এই ফরাসি চিকিৎসক।

লন্ডনের সভায় উপস্থিত বিশ্বের বড় বড় চিকিৎসক এবং বিশেষজ্ঞকে ভোরোনফ তার প্রতিস্থাপনের নমুনার ছবি দেখিয়ে চমকে দিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন, কীভাবে অস্ত্রোপচারের পর বয়স্কদের চেহারা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে।

মানুষের দেহে বানরের অণ্ডকোষ প্রতিস্থাপন করে দেখিয়েছিলেন ভোরোনফ। সেটাই ছিল তার বিশেষত্ব। এই অণ্ডকোষ প্রতিস্থাপনের পর যেকোনো ব্যক্তির বয়স কমে যায় বলে দাবি করেছিলেন তিনি।

১৮৬৬ সালে রাশিয়ার এক ইহুদি পরিবারে জন্ম ভোরোনফের। ১৮ বছর বয়সে ডাক্তারি পড়তে তিনি প্যারিস চলে যান। সেখানে স্বনামধন্য ফরাসি শল্যচিকিৎসক অ্যালেক্সিস ক্যারেলের সঙ্গে সাক্ষাৎ হয় তার। চিকিৎসা বিজ্ঞানে নোবেলজয়ী ক্যারলের কাছ থেকে শল্যচিকিৎসার খুঁটিনাটি শেখেন ভোরোনফ। পশুর দেহ থেকে অঙ্গপ্রত্যঙ্গ কেটে মানুষের দেহে প্রতিস্থাপন করার বিষয়ে এসময়ই আগ্রহী হয়ে উঠেছিলেন ভোরোনফ।

১৮৮৯ সালে ভোরোনফ জনপ্রিয় শরীর-তত্ত্ববিদ চার্লস-এডুয়ার্ড ব্রাউন সেকুয়ার্ডের সঙ্গে কাজ করতে শুরু করেন। মনের মতো সঙ্গী পেয়েছিলেন ভোরোনফ। কারণ সেকুয়ার্ডও পশুর হরমোনের মাধ্যমে মানুষের বয়স কমানোর পন্থা আবিষ্কারে আগ্রহী ছিলেন। এমনকি নিজের দেহে পশুর হরমোন ইনজেকশনের মাধ্যমে প্রবেশও করিয়েছিলেন তিনি। তবে কাঙ্ক্ষিত ফল মেলেনি।

১৮৯৬ সালে ফ্রান্স ছেড়ে মিশর চলে আসেন ভোরোনফ। সেখানে তিনি তৃতীয় লিঙ্গের মানুষদের সংস্পর্শে থেকে দীর্ঘসময় তাদের পর্যবেক্ষণ করেন। অণ্ডকোষ না থাকায় তাদের শরীরে কী কী বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, কাছ থেকে দেখে আসেন ভোরোনফ।

মিশরের হাসপাতালে ১৪ বছর নানা পর্যবেক্ষণ এবং পরীক্ষা-নিরীক্ষার পর ১৯১০ সালে ফ্রান্সে ফিরে আসেন ভোরোনফ। পশুর অঙ্গ নিতে ইচ্ছুক মানুষের দেহে প্রতিস্থাপন করা শুরু হয় এসময়েই।

১৯১৩ সালে এক ফরাসি যুবকের দেহে তিনি শিম্পাঞ্জির থাইরয়েড গ্রন্থি প্রতিস্থাপিত করেছিলেন। ভোরোনফের দাবি, তার চিকিৎসার পরে ওই যুবকের দেহে তাৎপর্যপূর্ণ কিছু পরিবর্তন এসেছিল। যা থেকে স্পষ্ট, বয়স কমে গেছে যুবকের।

প্রথম বিশ্বযুদ্ধের সময় বিশেষজ্ঞ শল্যচিকিৎসক হিসেবে ভোরোনফের খ্যাতি ছড়িয়ে পড়ে। যুদ্ধে আহত ফরাসি সেনাদের দেহে তিনি শিম্পাঞ্জির হাড়ও প্রতিস্থাপন করেন একাধিক বার।

বিশ্বযুদ্ধের সময় বানরের অণ্ডকোষ মানুষের দেহে বসানো এবং তার সম্ভাব্য ফলাফলের কথা চিন্তা করেন ভোরোনফ। তিনি মনে করতেন, মানবদেহে অণ্ডকোষের ভূমিকা কেবল যৌনক্রিয়ায় সীমাবদ্ধ নয়। মানুষের শরীরে হাড়, পেশি, স্নায়ু এবং মানসিক ক্রিয়া প্রতিক্রিয়াতেও অণ্ডকোষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করতেন ভোরোনফ। ১৯১৭ থেকে ১৯২৬ সাল পর্যন্ত তিনি পশুর দেহে একাধিক অণ্ডকোষ প্রতিস্থাপনের পরীক্ষা করে দেখেন।

১৯২০ সালে প্রথম মানুষের দেহে অণ্ডকোষ প্রতিস্থাপন করেন ভোরোনফ। ৭৪ বছর বয়সী এক প্রায় অথর্ব বৃদ্ধের দেহে প্রতিস্থাপিত হয় বানরের অণ্ডকোষ।

চিকিৎসক দাবি করেন, এই প্রতিস্থাপনের পর বৃদ্ধ তার হারানো স্মৃতিশক্তি ফিরে পেয়েছিলেন। তার শরীরে ফিরে এসেছিল যৌবনের শক্তি। সেরে গিয়েছিল নানা বার্ধক্যজনিত রোগও।

১৯২৩ সালে লন্ডনের সভার পর ভোরোনফের চিকিৎসা পদ্ধতি এবং অস্ত্রোপচারের চমক ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। দেশ-বিদেশের বহু মানুষ বানরের অণ্ডকোষ নিজের দেহে বসিয়ে বয়স কমাতে আগ্রহ প্রকাশ করেন। এসময়ে বহু চিকিৎসক ভোরোনফের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে সাফল্য পেয়েছেন বলে দাবি করেন। যুক্তরাষ্ট্র, ইতালি, রাশিয়া, ব্রাজিল, চিলি এমনকি ভারতেও ব্যবহৃত হয় এই পদ্ধতি।

১৯২০ থেকে ১৯৪০— এই ২০ বছরে অন্তত দুই হাজার মানুষের দেহে বানরের অণ্ডকোষ বসানো হয়েছিল। যার মধ্যে শুধু ফ্রান্সের বাসিন্দাই ছিলেন ৫০০ জন। বাড়তে থাকা চাহিদার সঙ্গে তাল মেলাতে ভোরোনফ একটি বানরের খামার চালু করেছিলেন। বানরের চাষ করা হতো সেখানে।

শুধু অণ্ডকোষেই থেমে থাকেননি ভোরোনফ। স্ত্রী দেহে বানরের জরায়ুও তিনি প্রতিস্থাপন করেছিলেন। ৪৮ বছরের এক ব্রাজিলীয় নারী সেই অস্ত্রোপচারের পর ৩৫ বছর বয়সে নেমে এসেছিলেন বলে দাবি করেন তিনি। চার মাসের মধ্যে অন্তত ১৬ কিলোগ্রাম ওজন কমে গিয়েছিল ওই নারীর। এখানেই শেষ নয়, বানরের দেহে মানুষের অঙ্গ বসানোর চেষ্টাও করেছিলেন ভোরোনফ। তবে তার সেই পরীক্ষা সফল হয়নি।

ভোরোনফের ক্যারিয়ার হঠাৎই থেমে যায়। বিশ্বের নানা প্রান্ত থেকে বিজ্ঞানীদের একাংশ দাবি করেন, ভোরোনফের কারসাজিতে গলদ রয়েছে। তার প্রস্তাবিত বেশির ভাগ প্রক্রিয়াই ভিত্তিহীন, দাবি করেন বিশেষজ্ঞরা। এমনকি, এই চিকিৎসা প্রক্রিয়ায় বেশকিছু ত্রুটিও প্রকাশ্যে আসে।

বিজ্ঞানীদের একাংশ পরে দাবি করেন, এইডসের মতো যৌনরোগ সৃষ্টির নেপথ্যেও দায়ী ভোরোনফের নানা পরীক্ষা-নিরীক্ষা।

চিকিৎসা পদ্ধতির অজস্র ত্রুটির দায় মাথায় নিয়ে ১৯৫১ সালে মারা যান ভোরোনফ। তবে মানুষের মনে বয়স কমিয়ে দেওয়ার যে আশা তিনি জাগিয়েছিলেন, তা এখনও পর্যন্ত পূরণ করতে পারেননি অন্য কেউ।

বরগুনার আলো