• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৭ লাখ টাকার স্বর্ণালংকার স্বেচ্ছায় ফেরত দিল চোর

বরগুনার আলো

প্রকাশিত: ২ মার্চ ২০২৩  

চুরির মাল তাও আবার মূল্যবান স্বর্ণালংকার স্বেচ্ছায় ফেরত দিয়ে গেছে চোর। এমন ঘটনা কালেভদ্রে নেই বললেই চলে।
অথচ অবাক করার মতো বিরল এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি চুঁচুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের শুঁড়িপাড়ার বাসিন্দা শোভনা লাহিড়ির বাড়িতে। পুলিশ ঘটনার তদন্ত করতেই চোর ওই বাড়িতে মূল্যবান স্বর্ণালংকার ফেরত দিয়ে গেছে।

সপ্তাহ খানেক আগে কয়েক লাখ টাকার স্বর্ণালংকার চুরি হয় বৃদ্ধা শোভনা লাহিড়ির বাড়ি থেকে। এ ঘটনায় থানায় অভিযোগ করেন ওই বৃদ্ধা। তদন্ত শুরু করার পর মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) চুরির সামগ্রী ফেরত দিয়ে যায় চোর! এমন কাণ্ডে অবাক ওই এলাকার বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা যায়, হুগলি চুঁচুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড শুঁড়িপাড়ার বাসিন্দা শোভনা লাহিড়ির বাড়িতে গত ২০ ফেব্রুয়ারি চুরি হয়। সকাল সোয়া ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে শোভনার প্রায় ৭ লাখ টাকার স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় চুঁচুড়া থানায় অভিযোগ করেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। শোভনা বাড়ির নিচে তলার ঘরে থাকেন। দোতলার ঘরে থাকেন তার ছেলে দেবজিৎ, তার স্ত্রী এবং নাতি।

পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে। পাশাপাশি চুঁচুড়ার স্বর্ণের দোকানগুলোতে খোঁজখবর শুরু করে। এর মধ্যেই শোভনা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চুরি যাওয়া সব স্বর্ণালংকার একটি পুঁটুলিতে বাঁধা অবস্থায় কেউ ফেলে গেছে তার ঘরে। তাঁর দাবি, সকালে বাড়ির পরিচারিকা সুমনা দাস ঘর ঝাড়ু দিতে গিয়ে খাটের নিচে পুঁটুলিটি দেখতে পান।  

পৌরসভার সাবেক কাউন্সিলর সঞ্জীব মিত্র বলেন, চুরির পর আমি দেবজিৎকে বলেছিলাম, চুরির সামগ্রী ফিরে পাবেন। কারণ এর আগে এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। তাতে চুরি হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করতেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে। এবারও একই ঘটনা ঘটলো। চোর বুঝতে পেরেছে চোরাই জিনিস হজম করা যাবে না।

বরগুনার আলো