• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন কাল পর্যটন শিল্পের প্রসারে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী শপথ নিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী ক্রীড়ার ভেতর দিয়েই শিশুর সামাজিকীকরণ ঘটে: প্রধানমন্ত্রী জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণের ৪৯তম বার্ষিকী আজ তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম

আকাশ থেকে মাঠের মাঝখানে পড়ল বরফ বল

বরগুনার আলো

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩  

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব রাজ্য ভিক্টোরিয়ায় বেলভোর পার্ক গলফ ক্লাব মাঠে বড় আকারের একটি বরফ বল পাওয়া গেছে। অবস্থা দেখে এটা নিশ্চিত হওয়া গেছে, এটা আকাশ থেকে পড়েছে। গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এতে কেউ হতাহত না হলেও  দেখা দিয়েছে নানা কৌতূহল। কোথা থেকে পড়ল এই বরফের বল। উড়োজাহাজ থেকে, নাকি অন্য কিছু? মাটিতে পড়ার পর বরফ বলটি ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। চারদিকে এর ছোট ছোট খণ্ড ১৬০ ফুট দূর পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে।

বেলভোর পার্ক গলফ ক্লাবের তত্ত্বাবধায়ক ডিলান নাইট বলেন, মঙ্গলবার সকাল সাতটার দিকে তিনি ওই বরফ পড়ার খবর পান। প্রাথমিকভাবে তিনি মনে করেছিলেন, রাতভর ঠান্ডায় মাঠে পানি দেওয়ার কৃত্রিম যন্ত্রগুলো জমে ওই বরফের সৃষ্টি হয়েছে। তবে ঘটনাস্থলে বৃহৎ আকারের বরফ বল দেখে তার সে ভাবনা পাল্টে যায়। তিনি বলেন, যেখানে বরফ বলটি পড়েছে, সেখানে মাটি ৮ ইঞ্চি দেবে গেছে। এর থেকে ধারণা করা যায়, এটি আকাশের অনেক উঁচু থেকে পড়েছে।

ডিলান নাইট বলেন, কোথা থেকে এই বরফ বল এলো, এ নিয়ে তাদের মধ্যে অনেক আলোচনা–পর্যালোচনা হয়েছে। অবশেষে তারা ধারনা করছেন, এটি উড়োজাহাজ থেকে পড়েছে।

উড়ন্ত অবস্থায় উড়োজাহাজ থেকে বরফ পড়াকে মেগাক্রাইওমিটিওরস বলা হয়। বিভিন্ন সময়ে মাটিতে এমন বরফ পড়ার ঘটনা ঘটে।

উড়োজাহাজ চলাচলবিশেষজ্ঞ জিওফ্রে টমাস বলেন, বাণিজ্যিক ফ্লাইটগুলো থেকে ‘ডি-আইসিং’–পদ্ধতি ব্যবহার করে বরফ ফেলা হয়। তবে মাটিতে পড়ার আগেই ওই বরফ গলে যাওয়ার কথা। তিনি বলেন, এমন বরফ কোনো ব্যক্তির ওপর পড়েছে, তা তিনি কখনো শোনেননি। তবে এমনটি যে কখনো ঘটবে না, তাও বলা যাচ্ছে না।

বরগুনার আলো