• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

ইউক্রেনে বিমানবিধ্বংসী ট্যাংক পাঠাচ্ছে জার্মানি

বরগুনার আলো

প্রকাশিত: ২১ মে ২০২২  

ইউক্রেনে ভারী অস্ত্র সরবরাহের প্রথম ধাপেই ১৫টি বিমানবিধ্বংসী ট্যাংক সরবরাহে দ্রুত কাজ করছে জার্মানি। শুক্রবার সমরাস্ত্র তৈরির কার্যক্রমের বিস্তারিত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে জানান জার্মান প্রতিরক্ষামন্ত্রী।

ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীকে ঠেকাতে জার্মানির কাছ থেকে ফাইটার হেলিকপ্টার, সাঁজোয়া ট্যাংক ও যুদ্ধজাহাজসহ ভারী অস্ত্র সহায়তার অংশ হিসেবে জুলাইয়ের মাঝামাঝি ১৫টি বিমানবিধ্বংসী ট্যাংক জেপার্ড সরবরাহের কার্যক্রম দ্রুততার সঙ্গে শেষ করতে যাচ্ছে জার্মানি। শুক্রবার সমরাস্ত্র তৈরির কার্যক্রমের বিস্তারিত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেক্সিয়ে রসনিয়েভকে জানান জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লাম্বরেখশট। এ সময় জার্মান মন্ত্রী বলেন, প্রথম দফায় সেনাবাহিনীর মজুত থেকে অত্যাধুনিক জেপার্ড ট্যাংকগুলো চালানোর খুঁটিনাটি ও কারিগরি বিষয়গুলো ইউক্রেনের সেনাদের বুঝিয়ে দেওয়ার পাশাপাশি কমপক্ষে ৬০ হাজার বন্দুকের গুলি সরবরাহ করার প্রক্রিয়া প্রায় শেষের পর্যায়ে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে দেশটি পুনর্গঠনে আরও নয় বিলিয়ন ইউরো অর্থ সহায়তা প্রদানের বিষয়টি একরকম নিশ্চিত বলে জানিয়েছে শক্তিশালী রাষ্ট্রগুলোর জোট জি সেভেন। শুক্রবার জার্মানিতে জি সেভেনভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠকে জার্মান অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার বিষয়টি স্পষ্ট করেন।
 
তবে ইউক্রেনে সরবরাহ করা জার্মানিসহ পশ্চিমা বিশ্বের ভারী সমরাস্ত্রগুলোকে টেক্কা দিতে ইতোমধ্যে দুর্ধর্ষ বিটিএমপি মডেলের অত্যাধুনিক টার্মিনেটর ট্যাংক ইউক্রেনের মাটিতে নামিয়ে দিয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে সমগ্র যুদ্ধ পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন অনেকেই।
 
এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর ইইউসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়ার পাল্টা নিষেধাজ্ঞার খপ্পরে পড়েছে জার্মানিসহ ইউরোপের অন্তত ২৩টি দেশ। বুধবার (১১ মে) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির গ্যাস উত্তোলন ও সরবরাহকারী রাষ্ট্রীয় সংস্থা গাজপ্রমকে ইউরোপীয় কোম্পানিগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের ডিক্রি জারি করেন। এরপর থেকেই গ্যাস সংকটের মুখে পড়েছে পশ্চিমা দেশগুলো।
 
রাশিয়ার এমন সিদ্ধান্তের পর গ্যাস সংকট দেখা দিতে পারে বলে স্বীকার করে জার্মান অর্থনীতি ও জ্বালানিবিষয়ক মন্ত্রী বলেছেন, নিষেধাজ্ঞার কারণে জার্মানিতে গ্যাস সরবরাহ কমে গেছে। যদিও গ্যাস বিতরণ সংস্থাগুলো তৃতীয় কোনো দেশ থেকে গ্যাস আমদানির বিষয়ে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
 
ইউরোপের গ্যাস সংকটকে আরও বাড়িয়েছে ইউক্রেন সরকারের নেওয়া নতুন এক সিদ্ধান্ত। জেলেনস্কি সরকার জানিয়েছে, সামরিক অভিযানে অংশ নেওয়া রুশ সেনারা ফিরে না গেলে রাশিয়া থেকে ইউরোপের গ্রাহকের কাছে যাওয়া শখরানোভকা গ্যাসের লাইন খুলবে না কিয়েভ।

বরগুনার আলো