• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

খেরসনে ৪ শতাধিক যুদ্ধাপরাধের তথ্য মিলেছে: জেলেনস্কি

বরগুনার আলো

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২  

রাশিয়ার বিরুদ্ধে আবারও যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রুশ সেনারা খেরসন ছেড়ে যাওয়ার পর তদন্তকারীরা ইতিমধ্যে ৪০০টিরও বেশি রাশিয়ান যুদ্ধাপরাধ নথিভুক্ত করেছেন। খবর বিবিসির।

রোববার স্থানীয় সময় রাতে এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট এসব কথা বলেন। তিনি বলেন, রুশ সেনারা খেরসন ছেড়ে যাওয়ার পর সেখানে বেসামরিক নাগরিক ও সেনাদের মৃতদেহ পাওয়া গেছে।

জেলেনস্কি আরও বলেন, খেরসনে রাশিয়ান সেনাবাহিনী আমাদের দেশের অন্যান্য অঞ্চলের মতো একই নৃশংসতা চিহ্ন রেখে গেছে।

ভাষণে জেলেনস্কি এই যুদ্ধ অপরাধের বিচার করা হবে বলেও হুঁশিয়ারি দেন। তিনি বলেন, প্রত্যেক খুনিকে খুঁজে বের করে বিচারের আওতায় নিয়ে আসব। এতে কোনো সন্দেহ নেই।

গত শুক্রবার খেরসন ছেড়েছে রাশিয়ান সৈন্যরা। খেরসনে আবারও ইউক্রেনের পতাকা উড়িয়েছে দেশটির সেনারা।

ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে খেরসনই ছিল একমাত্র আঞ্চলিক রাজধানী, যা রাশিয়ার দখলে ছিল। সেপ্টেম্বরে ক্রেমলিনে এক অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অঞ্চলটিকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করেছিলেন। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন থেকে ৩০ হাজারের বেশি সেনা তারা প্রত্যাহার করে নিয়েছে। পাশাপাশি ৫ হাজার সামরিক সরঞ্জামও প্রত্যাহার করা হয়েছে।

প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছিল আগেই। জাতিসংঘের একটি কমিশন গত মাসেও বলেছে যে, ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে বুচা, ইজিয়ুম ও মারিউপোলসহ এলাকায় গণকবর পাওয়া গেছে। ইউক্রেন এই নৃশংসতার পিছনে রুশ সেনাদের দায়ী করেছে। খেরসন ফিরে পাওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে আবারও যুদ্ধাপরাধের অভিযোগ তুললেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। তবে মস্কো বিষয়টি অস্বীকার করেছে।

এদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষ কারফিউ জারি করেছে এবং খেরসনের ভেতরে ও বাইরে যাতায়াত সীমিত করেছে।

বরগুনার আলো