• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যাংক দেউলিয়া হলেও জনগণের আমানত সুরক্ষিত: বাইডেন

বরগুনার আলো

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

যুক্তরাষ্ট্রের অন্যতম দুটি গুরুত্বপূর্ণ ব্যাংক দেউলিয়া হয়ে বন্ধ হলেও জনগণের আমানত এবং ব্যাংক খাত নিরাপদ ও সুরক্ষিত আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে ব্যাংকিং খাত রক্ষায় মার্কিন অর্থ দফতর বেশ কিছু জরুরি পদক্ষেপ নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র তিন দিনের ব্যবধানে গুরুত্বপূর্ণ দুটি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় চাপের মুখে পড়েছে মার্কিন অর্থ দফতর। গোটা ব্যাংক খাতে শুরু হয়েছে অস্থিরতা। এর মধ্যে সিলিকন ভ্যালি ব্যাংকের মূলধন ঘাটতিতে ছিল বলে জানা গেলেও সিগনেচার ব্যাংক বন্ধের সঠিক কারণ এখনও জানা যায়নি। এ অবস্থায় ব্যাংকিং খাতের অস্থিরতা দূর করতে ও জনগণকে আশ্বস্ত করতে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় সোমবার (১৩ মার্চ) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে বাইডেন বলেন, ‘দুটি ব্যাংক বন্ধ হলেও যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাত এবং জনগণের আমানত নিরাপদ ও সুরক্ষিত আছে।’

জো বাইডেন আরও বলেন, ‘মার্কিন নাগরিকরা নিশ্চিত থাকতে পারেন, ‘আমাদের ব্যাংকিং খাত এবং আপনাদের আমানত পুরোপুরি নিরাপদ। আমি আপনাদের আশ্বস্ত করছি, বিষয়টি এখানে থেমে থাকবে না এবং সংকট সামাল দিতে যা যা প্রয়োজন, আমরা তা করব।’

এছাড়া, দুটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার সঠিক কারণ খুঁজে বের করে এর পেছনে দায়ীদের আইনের আওতায় আনার ঘোষণাও দেন তিনি। বাইডেন বলেন, ‘কেউই জবাবদিহির ঊর্ধ্বে নয়। আগামীদিনগুলোতে এ খাতে জড়িত প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।’

এদিকে, গুরুত্বপূর্ণ দুটি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাত রক্ষায় বেশকিছু জরুরি পদক্ষেপ নিয়েছে মার্কিন অর্থ দফতর। এর আওতায় নতুন তহবিল গঠনে জোর দিতে যাচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ।

ব্যাংক টার্ম ফান্ডিং প্রোগ্রাম বা বিটিএফপি নামে নতুন এ তহবিলের পরিকল্পনা এরই মধ্যে প্রকাশ করেছে ফেডারেল রিজার্ভ। এর আওতায় ব্যাংক, সঞ্চয়ী সংস্থা ও ঋণদাতা প্রতিষ্ঠানসহ যোগ্য আমানত সংগ্রাহক প্রতিষ্ঠানগুলোকে একবছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে ঋণ দেয়া হবে।

বরগুনার আলো