• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

ঈদে তৈলাক্ত ত্বকে মেকআপ দীর্ঘস্থায়ী করবেন যেভাবে

বরগুনার আলো

প্রকাশিত: ১৯ জুলাই ২০২১  

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদকে ঘিরে আগে থেকেই সবাই নানা রকম পরিকল্পনা করেন। বিশেষ করে নারীরা। ঈদে কোথায় ঘুরতে যাবে, কি খাবে, কীভাবে ঘর সাজাবে, কীভাবে নিজেকে সাজাবে ইত্যাদি আরো কত পরিকল্পনা। তবে ঈদে রূপ সচেতন নারীরা মেকআপ নিয়ে একটু বেশি চিন্তিত থাকেন। বিশেষ করে যাদের তৈলাক্ত ত্বক তাদের চিন্তার যেন শেষ থাকে না।

তৈলাক্ত ত্বকের অধিকারীদের কসমেটিক নির্বাচনে একটু এদিক সেদিক হলেই ব্রণের মতো জেদি সমস্যায় পড়তে হয়। তাছাড়া মেকআপ দীর্ঘস্থায়ী করা নিয়েও ঝামেলায় পড়তে হয়। তাই তৈলাক্ত ত্বকের যত্নে ও তৈলাক্ত ত্বকে মেকআপ ঠিক রাখতে জেনে নিন সহজ কিছু পণ্য সম্পর্কে। যা ত্বকে আপনার মেকআপ অনেক দীর্ঘ সময় সুন্দর আর সাবলীল রাখবে, সঙ্গে আপনার তৈলাক্ত ত্বকের যত্নও নেবে। চলুন তবে জেনে নেয়া যাক তৈলাক্ত ত্বকের যত্নে  অপরিহার্য কিছু কসমেটিক সম্পর্কে-

প্রাইমার

আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তবে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হল প্রাইমার। আপনার মেকআপ দীর্ঘস্থায়ী করতে প্রাইমার ব্যবহার আবশ্যক। তৈলাক্ত  ত্বকের জন্য আপনার মেকআপ সহজেই তেলতেলে হয়ে ওঠে আর গলে যায় মুখে। তাই ফাউন্ডেশন লাগানোর আগে অবশ্যই মুখে প্রাইমার  লাগাবেন, এটা আপনার মেকআপের স্থায়িত্ব বাড়াবে। এটা আপনার হাই লাইটার বা ব্লাশও হতে পারে। প্রাইমার এগুলোকে আরো উজ্জ্বল করে তোলে। যা প্রয়োজন তা হলো অল্প একটু প্রাইমার আপনার ত্বকে লাগিয়ে ত্বক ফ্ললেস করে তোলা প্রথমেই।

ক্লিঞ্জার

যাদের তৈলাক্ত ত্বক তারা প্রায়শই যে ভুল করে তা হলো, তারা এমন সব ফরমুলা পছন্দ করে যা কদিনের মধেই তাদের ত্বক নিস্প্রাণ আর শুষ্ক করে ফেলে। এসব ফরমুলা ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয় আর এজন্যই আপনার তৈলাক্ত ত্বকের যত্নে হালকা মানের অয়েল ফ্রি ক্লিঞ্জার বাছাই করা উচিত। যার ভালো স্ক্রাবিং শক্তি থাকবে ও ত্বকের আসল সৌন্দর্য বের করে আনবে। ক্লিঞ্জার ত্বকের লোমকুপ বন্ধ হওয়া রোধ করে আর বাতাস চলাচলে সাহায্যও করে।

ফেসিয়াল মাস্ক

ফেসিয়াল মাস্ক মূলত তৈরি করা হয় তৈলাক্ত ত্বকের জন্য। এই পণ্যটি আপনার ত্বকে অতিরিক্ত তেল বের হওয়া রোধ করে। তবে আপনি যদি বাজারের রাসায়নিক পণ্য দিয়ে রূপচর্চা করতে না চান তবে বাসায় কোনো ঘরোয়া প্যাক তৈরি করে তৈলাক্ত ত্বকের যত্ন নিতে পারেন। এছাড়া স্কিন কেয়ারের ক্ষেত্রে শিট মাস্কগুলো বেশ ভালো কাজ করে।

স্ক্রাব

স্ক্রাব আপনার তৈলাক্ত ত্বকের মৃত কোষ দূর করে ত্বক পুনরুজ্জীবিত করে তোলে। এছাড়া স্ক্রাব আপনার ব্লাক হেডস দূর করে, পোর পরিষ্কার করে  ও ত্বকের অন্যান্য খুঁত দূর করে। আপনার পছন্দের স্ক্রাব অল্প হাতে নিয়ে আলতো করে ২ মিনিট মুখে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ রাখুন আর তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

স্টিমার

তৈলাক্ত ত্বকের যত্নে স্টিমার খুব দরকারী। এটি আপনার ত্বকের পোর খুলতে সাহায্য করে আর ত্বকের ময়লা বের করে আনতে সাহায্য করে। আপনার বাড়িতে স্টিমার না থাকলেও কোনো ক্ষতি নেই। একটি বাটিতে গরম পানি নিয়ে তাতেও স্টিম নিতে পারেন। স্টিম নেয়ার সময় টাওয়েল দিয়ে মাথা ঢেকে দিবেন যাতে গরম হাওয়া বের হয়ে যেতে না পারে।

পানি নিরোধক কাজল ও আই লাইনার

আপনার ত্বক যদি হয় তৈলাক্ত তবে আপনি অবশ্যই পানি নিরোধক কাজল আর আই লাইনার ব্যবহার করবেন। না হলে আপনার তৈলাক্ত ত্বকের চোখের পাতায় নিয়মিত আইলাইনার তেলতেলে হয়ে উঠে যেতে পারে।

অয়েল ফ্রি কমপ্যাক্ট

অয়েল ফ্রি কমপ্যাক্ট ত্বক চকচকে রাখার সঙ্গে সঙ্গে ত্বকের গ্রিজিনেস কমিয়ে ত্বকের তেল নিয়ন্ত্রণ করে, আপনি লুজ পাউডারও ব্যবহার করতে পারেন। আপনাকে এমন কমপ্যাক্ট নিতে হবে যা হালকা এবং সহজে ত্বকে মিশে যায় আর ত্বকে ম্যাট ফিনিশ দেয়। আরেকটি ভালো দিক হলো এই ধরনের হালকা কমপ্যাক্ট আপনার ত্বকের পোর বন্ধ করে দেবে না। যাদের তৈলাক্ত ত্বক তাদের উচিত non-comedogenic products  ব্যবহার করা  যাতে পোর বন্ধ না হয়।

মিনারেল ফাউন্ডেশন

যাদের ত্বক তৈলাক্ত তাদের বেছে নিতে হবে হালকা ফাউন্ডেশন যা পোর বন্ধ করবে না। মিনারেল ফাউন্ডেশন হালকা, অয়েল ফ্রি আর এতে আপনি পাবেন ম্যাট ফিনিস। এতে রয়েছে এস পি এফ যা রোদে পোড়া থেকে ত্বক রক্ষা করবে। মিনারেল ফাউন্ডেশন সংবেদনশীল ও তৈলাক্ত ত্বকের জন্যও উপজুক্ত।

অয়েল ব্লটিং সীট

অয়েল ব্লটিং সীট তৈলাক্ত ত্বকের মেকআপ করতে একটি অনন্য পণ্য। যাদের ত্বক তৈলাক্ত তারা অনেক বেশি কমপ্যাক্ট পাউডার ব্যবহার করেন ত্বক ম্যাট করার জন্য। কিন্তু এতে ত্বকের পোর বন্ধ হয়ে যায়। তাই অয়েল ব্লটিং সীট সবচেয়ে ভালো, কারণ এটি ত্বকের তেল শুষে নেয় তৎক্ষণাৎভাবে আর ত্বক উজ্জ্বল শাইনি করে তলে। এটি আপনার মেকআপের উপর কোনো প্রভাব ফেলবে না। এগুলো নরম আর সিল্কি যা ব্যবহারও অনেক আরামদায়ক আর সহজ। আপনার ত্বকে ‘টি- জোন’ এর বা অয়েলি জায়গাগুলোতে লাগিয়ে অতিরিক্ত তেল শুষে নেয়াতে পারবেন অনায়াসেই।

মেকআপ সেটিং স্প্রে

তৈলাক্ত ত্বকে যদি সহজেই ফাইন্ডেশন নষ্ট হয়ে যায় তাহলে আপনি একটি মেকআপ সেটিং স্প্রে কিনতে পারেন, যা আপনার মেকআপকে দিনভর  ঠিক রাখবে। আপনি শুধু কয়েক পাম্প আপনার মুখের ত্বকে স্প্রে করবেন । ব্যাস, এতেই আপনার ত্বক থাকবে দিনভর অয়েল ফ্রি আর ফ্রেশ।

বরগুনার আলো