• শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৭ ১৪৩০

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
মহামারী ঠেকাতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী কলম্বিয়া ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী বিশ্ব শান্তিতে বাংলাদেশ ও শেখ হাসিনা জাতিসংঘে এখনও নারী মহাসচিব হননি, আক্ষেপ শেখ হাসিনার বৈশ্বিক অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএইএ`র মহাপরিচালকের বৈঠক বাংলাদেশ কখনও ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি : প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে দ্রুত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এবার বাড়তি গুরুত্ব পাচ্ছে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ভোট দিলে এদিকে না দিলে ওদিকে দেশে কোনো মানুষ দরিদ্র থাকবে না: শেখ হাসিনা মানুষ যেন ভোট দেয়, সেই পরিবেশ তৈরি করুন- প্রধানমন্ত্রী আবারও ক্ষমতায় এলে দেশে কাঁচা রাস্তা থাকবে না: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সংকটেও দেশে খাদ্য নিরাপত্তা সুরক্ষিত : প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে বাংলাদেশে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপির আমলে দেশের অর্থনীতি মন্দার কবলে পড়েছিল: প্রধানমন্ত্রী বিএনপি সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতি মন্দার কবলে পড়েছিল

তোয়ালে পরিষ্কার না রাখলে হতে পারে কঠিন যে রোগ

বরগুনার আলো

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

গোসল কিংবা হাত-মুখ ধোওয়ার পর কমবেশি সবাই তোয়ালে ব্যবহার করেন। তোয়ালে ব্যবহার করে খুব সহজেই ত্বকে লেগে থাকা পানি মুছে নেওয়া যায়। জানলে অবাক হবেন, শরীরের প্রতি ইঞ্চিতে ১৯ মিলিয়ন ত্বক কোষ ও ৬৫০টি ঘাম গ্রন্থি আছে।

একটি তোয়ালে প্রচুর পানি শোষণ করতে পারে। তবে এটি নিয়মিত পরিষ্কার করা না হলে ও রোদে না শুকালে ঘণ্টার পর ঘণ্টা স্যাঁতসেঁতে থাকে। যা অবাঞ্ছিত জীবাণুর প্রজনন স্থল হয়ে ওঠে।

এজন্য তোয়ালে প্রতি তিনবার ব্যবহারের পর ধুতে হবে। না হলেই কঠিন সব জীবাণু শরীরে প্রবেশের মাধ্যমে একাধিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে।

ক্লিনিং ইনস্টিটিউট তিনবার ব্যবহারের পর গোসলের তোয়ালে ধোয়ার পরামর্শ দেয়। তোয়ালে পরিষ্কারে পর তা রোদে বা বাতাসে একদম শুকিয়ে নিতে হবে।

তবে কিছু ক্ষেত্রে ব্যবহৃত তোয়ালে ঘনঘন পরিষ্কার করতে হবে। জিমের তোয়ালে যা ঘাম মোছার জন্য ব্যবহৃত হয় সেটি তাৎক্ষণিক ধুতে হবে।

এছাড়া বাথরুমে রাখা তোয়ালে, যা সাধারণত স্যাঁতসেঁতে থাকে ও পুরোপুরি শুকায় না তা একবার ব্যবহারের পর ধুয়ে ফেলতে হবে।

আপনার যদি একজিমা বা চর্মরোগ থাকে তাহলে একবার ব্যবহারের পরে পোশাক ও তোয়ালে উভয়ই ভালোভাবে পরিষ্কার করতে হবে।

মনে রাখবেন তোয়ালে পরিষ্কারের পর সেগুলোকে বাতাসে শুকানোর মাধ্যমেই অনাকাঙ্ক্ষিত ব্যাকটেরিয়া ও ছত্রাকের বৃদ্ধি রোধ করা সম্ভব।

তোয়ালে না ধুলে কি হবে?

নোংরা তোয়ালে ভাইরাস, ছত্রাক ও ব্যাকটেরিয়ার আঁতুরঘর। একটি অপরিষ্কার তোয়ালে ব্যবহারের ফলে ত্বকে জ্বালাপোড়া ও সংক্রমণ ছড়াতে পারে।

যে ব্যাকটেরিয়া স্ট্যাফ ইনফেকশন (এমআরএসএ) ঘটায় তা তোয়ালে ও লিনেন কাপড়ে বংশবিস্তার করে দ্রুত। অসুস্থ কারও সঙ্গে তোয়ালে ভাগাভাগি করাও হতে পারে বিপজ্জনক।

তোয়ালে ধোয়ার উপায় কী?

তোয়ালে পরিষ্কারের পর তা বাতাসে মেলে দিন কিংবা ঝুলিয়ে রাখুন। তোয়ালেতে থাকা জীবাণু ধ্বংসে ব্লিচ ব্যবহারে প্রয়োজন নেই। তবে ভালো মানের ডিটারজেন্ট ব্যবহার করুন।

আপনার ব্যবহৃত তোয়ালের গুণমান কেমন সেটি বিবেচনা করুন ধোয়ার সময়। খুব সস্তা মানের তোয়ালেগুলো বেশিদিন ব্যবহার না করাই ভালো। আবার এগুলো ধোয়ার সময় গরম পানি ব্যবহারে ফাইবারগুলো দ্রুত ভেঙে যেতে পারে।

যদি তোয়ালে স্যাঁতসেঁতে বা ময়লা গন্ধযুক্ত হয়, তাহলে গন্ধ দূর করতে ভিনেগার মেশানো পানিতে তোয়ালে ভিজিয়ে রাখুন। অথবা ব্লিচ দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিন।

বরগুনার আলো