• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বামনায় বদলে গেছে প্রাথমিক শিক্ষার চিত্র

বরগুনার আলো

প্রকাশিত: ৪ জুলাই ২০১৯  

বরগুনার বামনা উপজেলার রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন দুপুরে শিক্ষার্থীদের রান্না করা খাবার দেওয়া হয়। এ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ও পাসের হার শতভাগ, ঝরে পড়ার হার শূন্য, আর গড় উপস্থিতি ৯৮ শতাংশ। বিরতির সময়ে কোনও শিক্ষার্থীই স্কুল ফাঁকি দিয়ে চলে যায় না। শুধু রুহিতার এই স্কুলটিই নয়, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর আওতায় বামনা উপজেলার ৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি এবতেদায়ি মাদ্রাসা এবং চারটি এনজিও পরিচালিত স্কুলেও দুপুরে রান্না করা খাবার দেওয়া হয়। এসব স্কুলে শিক্ষার মানও ঈর্ষণীয়। বলা যায়, দুপুরে শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণের উদ্যোগই এই সাফল্যের বড় কারণ। এখানকার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে এমন তথ্য-উপাত্ত পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৬৮টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের গড় উপস্থিতি ৯৭ শতাংশ।

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য মতে, স্কুলে দুপুরে খাবার বিতরণের কারণে বামনা উপজেলার প্রায় আড়াই হাজার নারী সবজি চাষি এবং রাধুনী হিসেবে ১৪৩ জন নারীর কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এছাড়া, জ্বালানি কাঠের ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে কর্মসংস্থানের সুযোগ হয়েছে আরও ৩৫ জনের।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বরগুনার বামনা এবং জামালপুরের ইসলামপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ডব্লিউএফপি’র আওতায় ২০১৩ সাল থেকে পাইলট প্রকল্প হিসেবে পরিচালিত হচ্ছে মিড-ডে মিল বা দুপুরে রান্না করা খাবার বিতরণ। পরে এই প্রকল্পে যুক্ত হয়েছে বান্দরবানের লামা উপজেলাও। সেখানকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও দুপুরে খাবার দেওয়া হচ্ছে। সরকার এ প্রকল্পে বিভিন্নভাবে সহযোগিতা দিচ্ছে।

রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রান্না ঘরে বসে কথা হচ্ছিল তিন রাঁধুনির সঙ্গে। এখানকার প্রধান রাধুনী রানী বেগম। তাকে সহায়তা করেন মাসুদা বেগম ও খাদিজা বেগম। অ্যাপ্রোন পরে তারা খিচুড়ি রান্না করছিলেন। তারা জানান, প্রধান রাধুনী মাসে বেতন পান ৬ হাজার ১৩০ টাকা এবং অন্য দুজন পান ৫ হাজার ১৫০ টাকা করে।

রানী বেগম বলেন, ‘আগে সংসার চালাতে পারতাম না, এখন সংসার চালাতে কোনও কষ্ট হয় না। এলাকায় রান্না করার জন্য লোকজন আমাদের ডাকে। বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াতও পাই।’

সবজিচাষী আকলিমা বেগম বলেন, ‘স্বামীর আয়ে সংসার চলতো না। এখন সবজি চাষ করে মাসে ১২শ’ থেকে ১৫শ’ টাকা আয় করি। সবজি চাষে খরচ হয় ১৫০ টাকা থেকে ২৫০ টাকা। বাড়ির আঙিনায় সবজি চাষ করে যে আয় হয়, তা দিয়েই আমাদের সংসার চলে।’ তিনি বলেন, আমার ছেলে রুহিতা স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। তাকে লেখাপড়া করাতে কষ্ট হয় না। অনেকেই সবজি চাষ করে আমার চেয়ে বেশি আয় করে।’

রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম খলিল বলেন, ‘এই কর্মসূচি চালুর আগে অনেক শিশুই স্কুলে ভর্তি হতো না। এখন এলাকার সব শিশুই স্কুলে ভর্তি হয়। গড়ে ৯৮ শতাংশ শিক্ষার্থী প্রতিদিন স্কুলে উপস্থিত থাকে। আমাদের স্কুলে  শিক্ষার্থী ঝরে পড়ার কোনও দৃষ্টান্ত নেই। বিরতির সময় কেউ আর স্কুল পালায় না। ম্যানেজিং কমিটি অ্যাকটিভ থাকে।’

রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও উপজেলার দক্ষিণ সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছোটভাই জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয় ঘুরে একই চিত্র দেখা গেছে।

রান্না করা খাবার বিতরণ প্রসঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের সহকারী পরিচালক শেলিনা আকতার বলেন, ‘বামনা উপজেলার ৬৮টি বিদ্যালয়ে সপ্তাহে পাঁচ দিন খিচুড়ি দেওয়া হয়। প্রাক-প্রাথমিক শ্রেণিসহ প্রথম শিফটের খাবার দেওয়া হয় বেলা ১২টায়। এরপর দ্বিতীয় শিফটের খাবার দেওয়া হয় দুপুর দেড়টায়। একেক দিন একেক ধরনের সবজি দিয়ে রান্না করা খিচুড়ি দেওয়া হয় চার দিন। সপ্তাহে একদিন খিচুড়ির সঙ্গে ডিম দেওয়া হয়। বৃহস্পতিবার দেওয়া হয় উচ্চপুষ্টির বিস্কুট।’

বামনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জেল হোসেন মণ্ডল বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এই কর্মসূচি নজিরবিহীন। শতভাগ ভর্তি, উপজেলায় শিক্ষার্থীদের গড় উপস্থিতি ৯৭ শতাংশ। শিশুরা স্কুলকে আর সমস্যা মনে করে না। আনন্দের মাধ্যমে লেখাপড়া করে। দেশের সব উপজেলায় এমন কর্মসূচি চালু করা দরকার। সরকারিভাবে এই উদ্যোগ নেওয়া হলে শিক্ষার গুণগত মান বাড়বে। ঝরে পড়াও  পুরোপুরি রোধ করা সম্ভব। এছাড়া, সারাদেশে নারীদের কর্মসংস্থান বাড়বে। শিশুদের পুষ্টিহীনতায় ভুগতে হবে না। মানুষ শিক্ষার প্রতি আগ্রহী হয়ে উঠবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি বলেন, ‘এটা একটা জনহিতকর কর্মসূচি। এটি প্রাথমিক শিক্ষার মানউন্নয়নে অনেক ইতিবাচক ভূমিকা রাখছে।’

বেসরকারি উন্নয়ন সংস্থা গণস্বাক্ষরতা অভিযান (ক্যাম্পে) এর উপপরিচালক কে এম এনামুল হক বলেন, ‘বরগুনা জেলার বামনা উপজেলাসহ দেশের তিনটি উপজেলায় দুপুরে রান্না করা খাবার দেওয়া হয়। সফল এই কর্মসূচি সরকারিভাবে চালু করলে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। শিক্ষার গুণগত মান বাড়বে। শিক্ষার্থীরা মনোযোগের সঙ্গে লেখাপড়া করতে পারবে।’

কে এম এনামুল হক আরও  জানান, বর্তমানে দেশের ১০৪টি উপজেলায় ১৫ হাজার ৮০টি বিদ্যালয়ে স্কুল ফিন্ডিং কর্মসূচি চালু আছে। এরমধ্যে ৯৩টি উপজেলায় সরকারি অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। স্কুলগুলোতে শিশুদের উচ্চপুষ্টির বিস্কুট দেওয়া হয়। তবে এর পাশাপাশি দেশের তিনিট উপজেলায় ডব্লিউএফপি’র অধীনে স্কুল মিল কর্মসূচি চলছে। এই কার্যক্রমে শিক্ষার্থীদের দুপুরে স্কুলে রান্না করা খাবার দেওয়া হচ্ছে।

 

বরগুনার আলো