• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি

যুবলীগ নেতা বাদশা হত্যায় ১২ জনকে আসামি করে মামলা

বরগুনার আলো

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৯  

বরগুনা  যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা ঘটনায়  নিহত শামীম ইমতিয়াজ ওরফে বাদশার  বাবা বাদী হয়ে ১২ জনের নাম  উল্লেখ্য করে  ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা  দায়ের করেছে । বুধবার রাত ৯ টার দিকে এই মামলা দায়ের করা হয় ।৮ জানুয়ারি মঙ্গলবার  রাত ৮ দিকে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের কামড়াবাদ এলাকায় এ  হত্যাকান্ডের ঘটনা।

আসামিরা হলেন মো. মহসিন সরদার (৪৫),মো. জাকারিয়া(৩৫),আল আমিন গাজী (৩৫), রাকিব (২০),মো. সাবু (২২) মতলেব সরদার (৪৮),আল- আমিন (৩০) মো. মাহাবুব (২৩),মজিবব  সরদার (৫০),সাবু ফকির (৩০),মোসা. নাসরিন (২৫) মোসা. শেয়ারা বেগম (২৮), উক্ত আসামিরা কামড়াবাদ এলাকার  বাসিন্দা ।এছাড়া  মামলায় আরো ৬থেকে ৭ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার ১২ নম্বর আসামি মোসা. শেয়ারা বেগম কে বৃহস্বপতিবার দুপুরে রগুনা সদর উপজেলা বুড়িরচর  ইউনিয়নের গাবতলা  এলাকার  হামিদ  মোক্তার  বাড়ি থেকে  গ্রেপ্তার করা হয়েছে।এলাকায়  থমথমে অবস্থা বিরাজ করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে ।

মামলার  এজাহার সূত্রে  জানা গেছে, ৮ জানুয়ারি মঙ্গলবার  রাত ৭ দিকে  শামীম ইমতিয়াজ  ওরফে বাদশাক বাড়ি থেকে  বুড়িরচর ইউনিয়নের কামড়াবাদ বাজারে যায়।কাজ শেষে বাড়ি  ফেরার পথে  মামলার দিন ৩নম্বর আসামি মো. আল আমিন গাজী শামীম ইমতিয়াজ ওরফে বাদশা কে জরুরী কথা আছে বলে ডেকে   দুই নম্বর আসামির দোকানের সামনে নেন।সেখানে পূর্ব থেকে মামলার  সকল আসামিরা  উপস্থিত  ছিলেন ।সেখান থেকে  আত্মরক্ষার জন্য চলিয়া আসার চেষ্টা করে , এসময়  এক নম্বর আসামি  মহসিন দা দিয়ে  তাকে কোপ দেয় ।এতে শামীম ইমতিয়াজ ওরফে বাদশার  বুকের বাম পাশ গুরুত্বর জখম  হয় ।এসময় বাদশা ডাক-চিৎকারে  স্থানীয়রা  ছুটে এলেও  আসামিরা  প্রভাবশালী  হওয়ায় স্থানীয়রা  শামীম ইমতিয়াজ ওরফে বাদশাকে  উদ্ধার করতে সাহস  পায়নি। জাকারিয়া দা দিয়ে এলোপাথারি কোপায়।এসময় শামীম ইমতিয়াজ ওরফে বাদশা দৌড়ে পাশের টেম্প স্ট্যান্ডে  যায় এবং মোবাইল ফোনে তার বাবাকে সবকিছু জানায়। মৃত  হয়েছে  ভেবে  আসামিরা  ঘটনাস্থল থেকে  চলে গেলে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বরগুনা জেনারেল  হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাদশার চাচাতো ভাই হেমায়েত বলেন আমরা এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই ,আসামি পক্ষ প্রভাবশালী  হওয়ার কারণে তারা  সুষ্ঠু বিচারে  প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা তার ।

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন  বলেন  হত্যা মামলার  এজাহারভুর্ক্ত শেয়ারা বেগম নামের এক  আসামিকে  গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।

বরগুনার আলো