• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় সেই আসাদুল গ্রেফতার

বরগুনার আলো

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩  

বরগুনার তালতলীতে স্কুলছাত্রীর ভিডিও ভাইরালের ঘটনায় মায়ের আত্মহত্যায় প্রধান অভিযুক্ত আসাদুলকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব। রোববার (১২ মার্চ) রাত ১০টার দিকে বরগুনার তালতলী থানায় আসাদুলকে হস্তান্তর করা হয়। এর আগে রোববার ভোরে পটুয়াখালীর কুয়াকাটা থেকে আসাদুলকে গ্রেফতার করে র‌্যাব। পরে সেখান থেকে র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এদিকে এ ঘটনায় শনিবার (১১ মার্চ) রাতে আসাদুলকে একমাত্র অভিযুক্ত করে আত্মহত্যার প্ররোচনা, ধর্ষণ, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।

এ বিষয়ে মামলার বাদী বলেন, ‘এ ঘটনায় আমি আসাদুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। ওর কারণে আমার স্ত্রী আত্মহত্যা করেছেন। আমার মেয়েটা লোকলজ্জায় পালিয়ে বেড়াচ্ছে। ওর কারণে আমার সাজানো সংসার তছনছ হয়ে গেছে।

এ বিষয়ে র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্প কমান্ডার তুহিন রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসাদুলকে আমরা গ্রেফতার করা হয়েছে। তাকে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আসাদুলকে আদালতে হাজির করা হবে।

এর আগে ওই স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে গত ৯ মার্চ লোকলজ্জার ভয়ে তার মা অ্যাসিড পান করে আত্মহত্যা করেন।

বরগুনার তালতলীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে লোকলজ্জার ভয়ে তার মা অ্যাসিড পান করেন। পরে মুমুর্ষু অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই শিক্ষার্থীর আপত্তিকর ছবি ধারণ করা হয়। পরে সেই ভিডিও দেখিয়ে ওই ছাত্রীর মায়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। এ টাকা না দেয়ায় ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান, প্রেমে রাজি করানোর জন্য স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করার পাশাপাশি তার মায়ের ফোনে কল দিয়ে বিভিন্ন সময় আসাদুল তাকে উত্ত্যক্ত করতেন। পরে তাকে ভয়ভীতি দেখালে তিনি আসাদুলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এ সম্পর্কের সূত্র ধরে আসাদুল তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও নেন। এরপর সেই ভিডিও দেখিয়ে বিভিন্ন সময় তাকে ব্ল্যাকমেইল করতেন আসাদুল।

তিনি আরও জানান, বিষয়টি লোকলজ্জায় তিনি কাউকে বলতে পারেননি। পরে গত ৮ মার্চ সেই ভিডিও দেখিয়ে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন আসাদুল। সেই টাকা দিতে না পারায় আসাদুল সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন। ভিডিও ছড়িয়ে পড়ার কথা স্থানীয়দের কাছে শোনার পর লোকলজ্জায় ব্যাটারির অ্যাসিড পান করে আত্মহত্যা করেন তার মা।

বরগুনার আলো