• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৮ ১৪৩০

  • || ১১ জ্বিলকদ ১৪৪৪

বরগুনার আলো
ব্রেকিং:
মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন অর্থনীতিকে প্রাণবন্ত রাখার সর্বাত্মক চেষ্টা করছি: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট বাজেট পেশ আজ অসংক্রামক রোগের ক্ষেত্রে মহামারি সৃষ্টি করছে তামাক: প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইডেনের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী মুসলমানরা কেন পিছিয়ে পড়ল তা বিশ্লেষণ করা প্রয়োজন এবারের বাজেট ৭ লাখ কোটি টাকা: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ সংঘাত নয়, আলোচনায় সমাধান চাই: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আহ্বান প্রধানমন্ত্রীর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও চীনের আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির ২০০৮ সালের নির্বাচনের পর থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আমরা আর অশান্তি-সংঘাত চাই না, সবার উন্নতি চাই: শেখ হাসিনা শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে: রাষ্ট্রপতি এশিয়ার ‘আয়রন লেডি’ শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী

করেন ভিক্ষা, প্রতি মাসে হাত খরচ ৫০ হাজার টাকা

বরগুনার আলো

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩  

কয়েক মুঠো খাবারের জন্য এক সময়ে শুধু ভিক্ষা করতেন। এখনও ভিক্ষা করেন। তবে অবস্থার পরিবর্তন হয়েছে। উবার বা পাঠাওয়ে চড়ে তিনি আসা-যাওয়া করেন। বেনসন ছাড়া অন্য ব্যান্ডের সিগারেট খান না। আবার মাঝেমধ্যে ইয়াবাও করেন সেবন।

বলা হচ্ছিল বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামের নূর আলমের কথা। রাজধানীর আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটির ১০ নম্বর সড়কের একটি বাড়িতে ভাড়া থাকেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, নূর আলম আদাবরে বসবাস করলেও নিয়মিত ভিক্ষা করতে যান মিরপুরের কাফরুল থানার বিপরীতে মসজিদুল আকসা জামে মসজিদের সামনে। আর বাসা থেকে সেখানে যাতায়াত করেন উবার ও পাঠাওয়ের ভাড়া করা যানবাহনে। হাজারো অভাবের গল্প শুনিয়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নেয়া টাকায় নিয়মিত ইয়াবা সেবন করেন।

আর বেনসন সিগারেট ছাড়া ধূমপান করতে পারেন না নূর আলম। প্রতিদিন কমপক্ষে দুই প্যাকেট সিগারেট প্রয়োজন হয় তার। নূর আলম ভিক্ষা করলেও ব্যবহার করেন দামি স্মার্টফোন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অ্যাকাউন্ট আছে তার।

খোঁজ নিয়ে জানা গেছে, বাইতুল আমান হাউজিং সোসাইটির আগে আদাবর বাজারের একটি বাসায় ভাড়া থাকতেন নূর আলম। সেই বাসার মালিক জাকির হোসেন বলেন, পাঁচ মাস আগে আমার বাড়িতে ভাড়া থাকত নূর আলম। শুনেছি আগে ইয়াবার ব্যবসা করত। চার-পাঁচ বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পা হারায়। এরপর থেকে ভিক্ষা করছে।

তিনি আরো বলেন, ভিক্ষা করলেও প্রতি মাসে ৫০ হাজার টাকা হাতখরচ আছে নূর আলমের। প্রতিদিন বেনসন খান দুই প্যাকেট। এছাড়া বাবা (ইয়াবা) খাইত, তাই বাড়ি থেকে বের করে দিয়েছি। দামি সিগারেট ছাড়া অন্য সিগারেট খেতে পারেন না নূর আলম। ব্যবহার করেন দামি স্মার্টফোন। রয়েছে ফেসবুক অ্যাকাউন্টও।

সরেজমিনে দেখা গেছে, কাফরুল থানার বিপরীতে মসজিদুল আকসা জামে মসজিদের সামনে প্রতিদিন ভিক্ষা করেন নূর আলম। ভিক্ষা চাওয়ার দৃশ্য দেখে নূর আলমকে সত্যিই বেশ অসহায় মনে হয়। প্রায় তিন ঘণ্টার মতো তিনি ভিক্ষা করেন।

বরগুনার আলো