• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা

দৃশ্যমান কোনো পরিকল্পনা নেই বিএনপির

বরগুনার আলো

প্রকাশিত: ১৪ জুলাই ২০২১  

দীর্ঘ সময় ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা বিএনপির বর্তমানে সাংগঠনিক কোনো কার্যক্রম নেই বললেই চলে। নেই দল গুছিয়ে সংগঠনকে চাঙ্গা করার কোনো উদ্যোগ। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে দলটি। বিএনপির অঙ্গসহযোগী সংগঠনগুলোরও একই অবস্থা। করোনাভাইরাসের দোহাই দিয়ে নামকাওয়াস্তে ভার্চুয়াল কিছু কর্মকাণ্ডেই সীমাবদ্ধ রয়েছে দলটি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী দুই বছর পরই ২০২৩ সালে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে অংশ নিতে হলে বিএনপিকে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। দলের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে এ ইস্যুতে বিএনপির কার্যত কোনো কর্মকাণ্ডই নেই।

গত ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর থেকে এক যুগের বেশি সময় লন্ডনে পলাতক রয়েছেন তারেক রহমান। অন্যদিকে দুটি দুর্নীতি মামলায় দণ্ডিত দলের চেয়ারপার্সন খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে কারামুক্ত হলেও সাড়ে তিন বছর ধরে রাজনীতি থেকে দূরে আছেন। শারীরিকভাবেও তিনি অসুস্থ। ফলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই এখন চলছে বিএনপি। 

তারা আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি এখনো ঐক্যবদ্ধ আছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এ নিয়ে দলের মধ্যে রয়েছে অসন্তোষ। এছাড়া বিএনপির মহাসচিবের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন খোদ দলের নেতারা। ফলে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এখন হতাশায় ভুগছেন। তারা জানেন না কোন পথে চলছে বিএনপি, এ দলের ভবিষ্যত রূপরেখা কী? 

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রতি শনিবার স্থায়ী কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে আলোচনা হলেও সিদ্ধান্ত হয় না। আর কিছু সিদ্ধান্ত হলেও তার বাস্তবায়ন হয় না। উল্টো সিনিয়র নেতাদের মধ্যে চলে কাদা ছোঁড়াছুরি। এ নিয়ে দলের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনা চলছে। দলের সিনিয়র নেতাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিএনপির আন্দোলন রাজপথে গড়াবে। আগামী নির্বাচন নিয়ে দলের নীতিনির্ধারণী ফোরামে আলোচনা হয়েছে। কখন কী করতে হবে, তা দল করবে। সময় হলেই সব স্পষ্ট হবে। 

কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি বড় রাজনৈতিক দল। এ দলের কাউন্সিল করতে অনেক কিছুর প্রয়োজন হয়। আমরা প্রস্তুত আছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। আর অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি চলমান প্রক্রিয়া। ধারাবাহিকভাবে সব কমিটি ঘোষণা করা হবে।

বরগুনার আলো