• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

খালেদার মুক্তির ইস্যুতে দ্বিধায় বিএনপি

বরগুনার আলো

প্রকাশিত: ৫ মে ২০২২  

বারবার রাজনৈতিকভাবে কৌশল পরিবর্তন করেও দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সফল হয়নি বিএনপি। এ অবস্থায় খালেদা জিয়াকে নিয়ে স্বস্তিতে বা চিন্তামুক্তই রয়েছেন দলের সিনিয়র নেতারা। তারা মূলত খালেদা জিয়ার মুক্তি চাযননি, চেয়েছেন তাকে বিদেশ পাঠিয়ে দেশের পরিস্থিতিকে উত্তাল করতে ও রাজনৈতিকভাবে ফায়দা লুটতে।
তবে বিএনপি নেতাদের ইচ্ছা পূরণ না হওয়ায় তারা হতাশ হয়েছেন। হতাশার রেশ যে মাত্রায় ছড়িয়েছে, তা সাংগঠনিক শক্তিকে স্থূল করে দিয়েছে। এ পরিস্থিতিতে তৃণমূল বিএনপি নেতাদের হতাশার বিষয়টি মাথায় রেখে নতুন কোনো পথের সন্ধানে মরিয়া হয়ে আছে দলের নেতারা। কিন্তু পথ এখনো অনির্দিষ্ট।

দলীয় সূত্র বলছে, খালেদা জিয়া এখন নিজেই বিদেশ না যাওয়ার সিদ্ধান্তে অটল আছেন। এ অবস্থায় বিএনপি আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়ার মুক্তির বিষয়টা ভাবতে বাধ্য হচ্ছে। এজন্য দলের আগামী জানুয়ারিকে টার্গেট করে এ সময়ের মধ্যে আন্দোলন সফল করার মতো সাংগঠনিক শক্তি গড়ে তুলে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। যদিও বিষয়টি রাজনৈতিক স্বার্থে ভুল তথ্য বলে উড়িয়ে দিচ্ছেন দলের নেতারা।

দলের নীতিনির্ধারণী ফোরামের একজন নেতা বলেন, আমরা চাইছি আন্দোলনের মাধ্যমে দলীয় প্রধানের মুক্তি। এজন্য আন্দোলনের মাঠ প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও হঠাৎ খালেদা জিয়ার মুক্তিতে বিএনপির নেতাদের বিভক্তি নিয়েও বিভ্রান্ত তৃণমূল।

দলের সিনিয়র পর্যায়ের একাধিক নেতা বলেন, বিএনপির মির্জা ফখরুলপন্থী নেতারা সরকারের অনুকম্পার বিনিময়েই খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চাচ্ছেন। এমনকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় এরই মধ্যে ফখরুলপন্থীদের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ নিয়ে যে সংকটকালীন অবস্থা সৃষ্টি হয়েছে, তা ভাবিয়ে তুলছে দলের দায়িত্ব প্রাপ্তদের। আর সেই কারণেই অধরাই থেকে যাচ্ছে খালেদা মুক্তির আন্দোলন।

বরগুনার আলো