• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

বিএনপির সমাবেশে লাঠি-পতাকা কেন?

বরগুনার আলো

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২  

দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে জাতীয় পতাকা নিয়ে দলের কর্মীদের অংশগ্রহণ সম্প্রতি ব্যাপক হারে বেড়েছে। পতাকা ধরে রাখার আবশ্যিক উপাদান হিসেবে মিছিল-সমাবেশে ঢুকছে লাঠি, কাঠ ও বাঁশ, যা ব্যবহার হচ্ছে সংঘর্ষে।

বিএনপির অভিযোগ, অহেতুক মারমুখী ভূমিকা পালন করছে পুলিশ। আর পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকের মতে, উসকানি দিয়ে ইস্যু তৈরির চেষ্টা করা হচ্ছে। নিয়ম মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা পুলিশের দায়িত্ব। এদিকে সংঘর্ষ এড়াতে আরও কৌশলী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের।

গেল তিন মাসে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে দলটির নেতাকর্মীরা।

গত ৪ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে যুবদলের সমাবেশ থেকে ধাওয়া করা হয় পুলিশকে। ওই সমাবেশেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঘোষণা দেন, পুলিশ বাধা দিলে পাল্টা আক্রমণের।

আরেক কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস চান বন্দুকের লাইসেন্স। তিনি বলেন, বন্দুক দিয়ে বন্দুক মোকাবিলা করব। লাইসেন্সবিহীন বন্দুক দিয়ে নয়।

গেল তিন মাসে বিএনপির কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে দেশের অন্তত ৬টি জেলায় সংঘর্ষে জড়িয়েছে দলটির নেতাকর্মীরা। সবশেষ বুধবার (২১ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জে ঘটে একই ঘটনা।

বিএনপির দাবি, কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে। ক্ষমতায় গেলে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনারও হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, পুলিশ কর্মকর্তারা জনগণকে নিরাপত্তা দেয়ার পরিবর্তে মিথ্যা ও বানোয়াট মামলা দিচ্ছে। ভবিষ্যতে নতুন সরকার গঠন হলে এসব পুলিশ কর্মকর্তাকে বিচারের আওতায় আনা হবে। কারণ, এ ধরনের পুলিশ দিয়ে সমাজ, জাতি বা দেশের কোনো উন্নয়ন হবে না।  

এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক বলছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে কখনোই পুলিশ বাধা দেয় না। উসকানির মাধ্যমে ইস্যু তৈরি করতে চায় সহিংসতাকারীরা।

তিনি বলেন, অতীতের আন্দোলনগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়, বিরোধী দলের আন্দোলনকারীরা পুলিশকে টার্গেট করে। পুলিশকে নানাভাবে উসকানি দেয়া হয়। এর একটা লক্ষ্য হলো, তারা পেশিশক্তি প্রয়োগ করে জনগণের কাছে প্রমাণ করতে চায় যে তারা অনেক শক্তিশালী। আরেকটা লক্ষ্য হলো, তারা পুলিশকে উসকানি দিয়ে অ্যাকশনে ইনভাইট করে। সংঘর্ষ হলে আহত ও নিহত হওয়ার কোনো ঘটনা ঘটে। এতে তারা একটা ইস্যু পেয়ে যায়।

শহীদুল হক বলেন, আসলে পুলিশ কখনো শান্তিপূর্ণ আন্দোলনে হস্তক্ষেপ করে না। বিরোধী দলের মধ্যে অতি বিপ্লবী উচ্ছৃঙ্খল অনেক নেতাকর্মী থাকে। ওই দলের নেতারাও কিন্তু তাদের নিয়ন্ত্রণ করতে পারেন না। দেখা গেল যে তারা পুলিশকে একটা ঢিল ছুড়ল বা একটা ককটেল মারল। এতে পুলিশ আহত হলো। তখন পুলিশ অ্যাকশনে চলে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অ্যাকশনে যেতে পারে, তবে সেটিও হতে হবে আইন মেনে, বলছেন বিশ্লেষকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়েল আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বলেন, এমন হতে পারে যে মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তি পুলিশকে লক্ষ্য করেছে। তো সে ক্ষেত্রে এই জায়গাটায় পুলিশের অনেক দায়িত্ব রয়েছে। জনগণকে নিরাপত্তা দিতে সন্ত্রাসী বা সহিংসতাকারীদের দমন করতে হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান কাজ। কিন্তু সেই দায়িত্বটা পালন করতে গিয়েও তারা যা খুশি তা করতে পারে না। সে ক্ষেত্রে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে আইন অনুযায়ী স্তরে স্তরে অগ্রসর হতে হবে। পরিস্থিতি অনুযায়ী, যতটুকু প্রয়োজন ততটুকু শক্তি প্রয়োগ করতে হবে।

সভা-সমাবেশ থেকে পুলিশকে উসকানি দেয়া থেকে বিরত থাকার পাশাপাশি পুলিশকে আরও সহনশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

বরগুনার আলো