• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরগুনার আলো
ব্রেকিং:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এ সহিংসতা: প্রধানমন্ত্রী সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার

কেন্দ্রীয় নেতাদের পাশে দাঁড়ানো নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

বরগুনার আলো

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) বিকেলে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের পদযাত্রায় অংশ নিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা সভাস্থলে পৌঁছালে সেখানে তাদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ ও ছাত্রদল নেতা সাহেদ আহমেদের সমর্থকরা ঝগড়ায় লিপ্ত হন। এক পর্যায়ে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মাইক্রোফোন হাতে নিয়ে সবাইকে  শান্ত হওয়ার জন্য বারবার নির্দেশ দিলেও তারা তার নির্দেশনায় কোনো ভ্রুক্ষেপ করেননি। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হন।

আহতরা হলেন, আড়াইহাজার স্বেচ্ছাসেবকদল নেতা রফিক ও নারায়ণগঞ্জ যুবদল নেতা রতন, মাহফুজ, নাজমুল ইসলামসহ অজ্ঞাত আরও ৮-১০ জন। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

এই বিষয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মশিউর রহমান রনি , কেন্দ্রীয় কর্মসূচিকে কেন্দ্র করে দলের সিনিয়র নেতাদের সামনেই যা হওয়ার হয়েছে, পরে আর আমি সেখানে ছিলাম না। তবে শুনেছি অনুষ্ঠান শেষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে রফিক, রতন ও মাহফুজসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আমি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব একই সঙ্গে দলীয় নানা কর্মসূচি পালন করে আসছি। কিন্তু তিনি ও তার অনুসারীরা আজকে এতটা আক্রমনাত্মক হয়ে উঠলেন কেন তা জানি না। রাজনীতি করি তাই প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটাই স্বাভাবিক। তবে মারামারি বা সংঘর্ষের পর্যায়ে নিয়ে যাওয়া দলের জন্য শুভকর নয়।

তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা  বলেন, ঘটনার পর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ যাওয়ার আগেই তারা চলে গেছেন। এই ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনার আলো