• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১০ ১৪৩০

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণের ৪৯তম বার্ষিকী আজ তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রী যারা স্যাংশন দিয়েছে তাদের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে: প্রধানমন্ত্রী

দেশকে অন্ধকারে ডুবিয়ে দিতে হীন ষড়যন্ত্র চলছে: স্বপন

বরগুনার আলো

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আজকে বাংলাদেশ আলোকিত। কিন্তু এই বাংলাদেশকে অন্ধকারের অতল গহ্বরে ডুবিয়ে দেওয়ার জন্য একদল হীন ষড়যন্ত্র করছে।
সোমবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আজকের যে বাংলাদেশ আপনারা দেখছেন এই বাংলাদেশ এক সময় এমন ছিল না। এই বাংলাদেশে আজ থেকে ২০ বছর আগেও, ২৫ বছর আগেও ৫০ ভাগ মানুষ তিন বেলা পেট ভরে ভাত খেতে পারতো না। এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছিলেন। বঙ্গবন্ধু ১৯৭৪-৭৫ অর্থবছরে জিডিপিকে ৯. ৬৩ ভাগে উন্নীত করেছেন। তখনই বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত হয়েছে। অবশেষে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে সমগ্র দেশের মানুষ সংগঠিত হয়ে এগিয়ে আসে এবং বাংলাদেশ এগিয়ে চলছে।

তিনি বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা ছাত্র নেতাদের অংশগ্রহণ খুবই কম। আমি সাদ্দাম ও ইনানের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ রাজশাহীতে ছাত্রলীগ করা আর মরুভূমিতে ফুলের বাগান করা একই বিষয়। এই বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস, সবুজ চত্বর ঘাতকের আঘাতে আমাদের সোনার ছেলেরা রক্তে রঞ্জিত হয়েছে৷ সবুজের মাঝে আমাদের বুকের রক্তে বাংলাদেশের মানচিত্র আঁকা হয়েছে৷ এখানে ছাত্রলীগের রাজনীতিকে যারা এগিয়ে নিয়ে যান তারা বাংলাদেশের আলো থেকে বঞ্চিত।

তিনি সাদ্দাম ও ইনানকে অনুরোধ করে বলেন,  ক্যাম্পাসের ত্যাগী ছাত্রনেতা যারা কষ্ট করেন, যারা জীবনের যৌবনের নির্দিষ্ট সময় ছাত্রলীগের জন্য ব্যয় করছেন, তাদের যেন কেন্দ্রীয় ছাত্রলীগ যথাযথ সম্মান, যথাযথ মর্যাদা দেয়।

বরগুনার আলো